Ukraine War: আক্রমণের নীতি ভাঙায় জুডো ফেডারেশনের সভাপতি পদ থেকে বরখাস্ত পুতিন

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানজনক সভাপতি পদ থেকে বরখাস্ত করা হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রবিবার ফেডারেশন জানায়, ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া…

short-samachar

আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সম্মানজনক সভাপতি পদ থেকে বরখাস্ত করা হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রবিবার ফেডারেশন জানায়, ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হল।

   

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন বিশিষ্ট জুডোকা। তিনি জুডোতে ব্ল্যাক বেল্ট। তাঁর জুডো পারদর্শীতা চমকপ্রদ। সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর সংগঠন কেজিবি এজেন্ট থাকাকালীন তিনি জুডোতে বিশেষ কৃতিত্ব হাসিল করেন। পুতিন নিয়মিত জুডো অভ্যাস করেন। তিনি যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট তাই এতদিন আন্তর্জাতিক জুডো ফেডারেশন তাঁকে সাম্মানিক সভাপতির পদ দিয়েছিল।

জাপানের এই বিশেষ আত্মরক্ষণ খেলা কখনই অপরকে আঘাত করার নীতিতে বিশ্বাস করে না। একজন জুডোকা হয়ে পুতিন ইউক্রেনে হামলা করে সেই নীতি লঙ্ঘন করেছেন বলে মনে করছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।

এদিকে, ইউক্রেনে চতুর্থ দিনের মতো আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় মৃত্যু বাড়ছে। আলোচনার জন্য ইউক্রেনকে সময়সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। বেলারুশের গোমেল শহরে রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, তারা তাদের দেওয়া সময় পর্যন্ত অবস্থান করবে এবং ইউক্রেনের সাড়ার জন্য অপেক্ষা করবে।