HomeSports Newsতৎকালীন মাও অধ্যষিত জেলায় নাইট ম্যারাথনের আয়োজন পুলিশের

তৎকালীন মাও অধ্যষিত জেলায় নাইট ম্যারাথনের আয়োজন পুলিশের

- Advertisement -

বাংলায় এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে নাইট ম্যারাথন (Night Marathon)। এর জন্য বেছে নেওয়া হয়েছে পুরুলিয়া (Purulia) জেলার অযোধ্যা পাহাড় (Ajodhya Hill)। পুরুলিয়া জেলা পুলিশের (Purulia District Police) উদ্যোগে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই বিশেষ ম্যারাথন, যেখানে পুরুষ ও মহিলাদের পাশাপাশি বিভিন্ন বয়সী অ্য়াথলেটরা অংশগ্রহণ করবেন। এই অভিনব ম্যারাথনটি সাধারণত দিনে হয়ে থাকে, কিন্তু এবার তা রাতে অনুষ্ঠিত হতে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অযোধ্যা পাহাড়ের পথে দৌড়ানো একেবারেই নতুন অভিজ্ঞতা হবে দৌড়বিদদের জন্য।

গত বছর এক পর্যটন সংস্থা এই পাহাড়ে প্রথম ম্যারাথন আয়োজন করেছিল, যা অনেকেই প্রশংসা করেছিলেন। এবার, পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রাতের সময়ে এই ম্যারাথন আয়োজন হচ্ছে, যা আরও বেশি আকর্ষণ সৃষ্টি করবে। পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “অযোধ্যা পাহাড়কে পর্যটনের দিক থেকে আরও ভালভাবে তুলে ধরতেই এই নাইট ম্যারাথনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

   

রাজ্যে যখন রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল, তখন অযোধ্যা পাহাড়ের পরিস্থিতি ছিল অশান্ত। কিন্তু পালা বদলের সঙ্গে সঙ্গে বদল এসেছে জেলা জুড়ে। এবার সেই জেলার পুলিশ অযোধ্যা পাহাড়কে এক পর্যটন কেন্দ্র হিসেবে আরও পরিচিতি দিতে চায়। তাই, এই বিশেষ ম্যারাথনের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বাংলায় কখনও রাতের ম্যারাথন হয়নি, তবে ব্যাঙ্গালোরে এমন উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেই কারণে, পুরুলিয়া জেলা পুলিশ এবার এক নতুন ধারা সৃষ্টি করতে চাইছে।

এই নাইট ম্যারাথনের স্লোগান হলো ‘রান ফর অ্যাডভেঞ্চার’। দৌড়বিদদের জন্য সাত দিন আগে থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অযোধ্যা হিলটপ গ্রাউন্ড থেকে শুরু হয়ে এটি আপার ড্যাম পর্যন্ত যাবে এবং পুনরায় হিলটপে এসে শেষ হবে। এই ম্যারাথনের মোট দৈর্ঘ্য হবে ১৪ কিলোমিটার।

ম্যারাথনটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে, একটি সাধারণ ক্যাটাগরি এবং অন্যটি মহিলাদের জন্য। সাধারণ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং মেডেল প্রদান করা হবে। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং মেডেল, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা ও মেডেল। চতুর্থ থেকে ২৫ তম স্থান পর্যন্ত পুরস্কৃত হবে। মহিলাদের বিভাগে প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং মেডেল দেওয়া হবে। মহিলাদের বিভাগে চতুর্থ থেকে ১৫ তম স্থান পর্যন্ত পুরস্কৃত হবে।
ম্যারাথনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা সাধারণ ক্যাটাগরির জন্য এবং ৩০০ টাকা মহিলা বিভাগে। রাজ্য পুলিশের সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি ফ্রি। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, তাই আগ্রহী দৌড়বিদদের দ্রুত নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হচ্ছে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে।

এই ম্যারাথনটি কেবল এক শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং পুরুলিয়া জেলা এবং অযোধ্যা পাহাড়ের পর্যটন সম্ভাবনাকে নতুন মাত্রায় তুলে ধরার এক পদক্ষেপ। আশা করা যাচ্ছে, এই বিশেষ নাইট ম্যারাথনটি দর্শকদের কাছে অত্যন্ত স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular