ইংলিশ চ্যানেলের পর মলোকাই চ্যানেল পরপর জয় করে নজির পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা সায়নী দাস (Sayani Das)। এবার প্রশান্ত মহাসাগর পেরিয়ে প্রথম এশিয়ান মহিলা সাঁতারু হিসেবে মলোকাই চ্যানেল জয় করলেন তিনি।
সায়নীর সাঁতার দেশকে বারবার গর্বের আসনে বসালেও তার উপর রাজনৈতিক চাপ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। কারণ, সায়নীর পিতা সিপিআইএম সমর্থক। এই কারণে, কালনার সুইমিং পুলে সায়নীর প্রশিক্ষণ বন্ধ করে দেয় টিএমসি। এ নিয়ে বিতর্ক ছিল প্রবল।
যাবতীয় প্রতিকুলতা কাটিয়ে ২০২১ মালাকাই চ্যানেলে অনুমোদন পেয়েও সেখানে যেতে পারেননি। করোনার জন্য সেই বছর ছিলেন ঘরবন্দি। গত ২৯ শে মার্চ সায়নী দাস হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেলে পৌঁছে যান।
সায়নী দাসের পরপর তিন বছর তিনটি চ্যানেল জয় ইংলিশ চ্যানেল, রটনেস্ট, এবং ক্যাটালিনা এক নজির। তারপরেই সায়নী দাসের লক্ষ্য ছিল হাওয়াই দ্বীপপুঞ্জের মালোকাই চ্যানেল পার হওয়া। সেটি সম্পন্ন হয়েছে।
পূর্ব বর্ধমানের কালনা শহরের সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। তারপরেই হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মালোকাই চ্যানেল জয় করলেন। তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু এই চ্যানেল জয় করলেন।