Saturday, December 6, 2025
HomeSports Newsবাগান ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, অনিশ্চিত পাঞ্জাবের এই ডিফেন্ডার

বাগান ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, অনিশ্চিত পাঞ্জাবের এই ডিফেন্ডার

- Advertisement -

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। প্রথম থেকেই তাঁরা টেক্কা দিয়েছিল কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি ওডিশা এফসির মতো দলকে। যেখানে শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থেকেছে লুকা মাজসেনের। তাঁকে আটকাতে গিয়ে কার্য তো কালঘাম ছুটেছিল প্রতিপক্ষ দলগুলির। পাঞ্জাব দলের এমন পারফরম্যান্স চমকে দিয়েছিল সকলকে। যারফলে একটা সময় খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে গণ্য করা হচ্ছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের। কিন্তু পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে শুরু করে ও ফুটবল ক্লাব।

Advertisements

একটা সময় লিগ টেবিলের শীর্ষস্থানে থাকলেও বর্তমানে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ৭ নম্বরে নেমে এসেছে বিনীত রাইদের দল। শেষ দুইটি ম্যাচেও আসেনি জয়। গত দুইটি ম্যাচে তাঁরা পরাজিত হয়েছে জামশেদপুর এবং ইমামি ইস্টবেঙ্গলের কাছে। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সুচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার হোম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব ফুটবল দল। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া মিজলজ্যাকরা। তবে এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে খেলোয়াড়দের চোট সমস্যা।

   

বিশেষ সূত্র মারফত খবর এবার নাকি চোটের সমস্যা দেখা দিয়েছে দলের বিদেশি ডিফেন্ডার ইভান নোভোসোলেকের। বর্তমানে যথেষ্ট গুরুতর সেই সমস্যা। যারফলে আসন্ন ম্যাচে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডার। বলাবাহুল্য, গত ইস্টবেঙ্গল ম্যাচ খেলার সময় কিছুটা হলেও সমস্যা দেখা দিয়েছিল এই ক্রোয়েশিয়ান তারকার। সেজন্য ম্যাচের মাঝামাঝি সময় তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন পাঞ্জাব কোচ। তখন চোখের কথা তেমনভাবে শোনা না গেলেও এবার উঠে আসতে শুরু করেছে এমন তথ্য।

যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি পাঞ্জাব এফসির তরফে। সেক্ষেত্রে আগামী মোহনবাগান ম্যাচে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক ধোঁয়াশা।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular