Staikos Vergetis: ৫ গোল খাওয়া আইএসএল কোচ বললেন ‘শিক্ষণীয় রাত্রি’

staikos vergetis

বল পেলেই আক্রমণ, গোল হওয়ার পর উপক্রম। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি পাঞ্জাব এফসি। ৫-১ গোলে হেরেছে ম্যাচ। হতাশ কোচ Staikos Vergetis। রবিবারের ম্যাচ শেষে দার্শনিক উত্তর দিলেন গ্রীক কোচ।

Advertisements

পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পাঞ্জাব এফসি কোচ স্পষ্ট জানিয়েছেন, যা ভেবেছিলেন তার কোনোটাই হয়নি। অনুশীলনে জোর দেওয়া হলেও ফুটবলাররা মাঠে কাজের কাজ করে উঠতে পারেননি। “এটা অবশ্যই মানের ব্যাপার। আমি বিশ্বাস করি যে ডিফেন্স করার সময় আমাদের প্রতিক্রিয়া আরও ভালো হওয়া দরকার ছিল। এটি এমন কিছু যা আমরা প্রশিক্ষণে অভ্যাস করেছি। তবে আমি সেটা সর্বাধিক স্তরে কার্যকর হতে দেখিনি। যেমনটি হওয়া উচিৎ তেমনটা হয়নি। বল পজিশন পাওয়া মাত্র দ্রুত আক্রমণে উঠে আসছিল চেন্নাইয়িন এফসি। কার্যত বাধাহীন ভাবে আক্রমণ চালাতে পেরেছে তারা”, বলেছেন Staikos Vergetis।

   

“আমি বিশ্বাস করি আমরা এই ম্যাচে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করতে পারিনি। বিশেষ করে যখন দ্বিতীয় বল জেতার কথা আসে। সেকেন্ড বল জেতার ব্যাপারে প্রতিপক্ষ আমাদের টেক্কা দিয়েছে। আমাদের অর্ধে হোক কিংবা তাদের অর্ধে, সেকেন্ড বল আমরা জিতে পারিনি। আক্রমণ গড়ার ক্ষেত্রেও ওরা মুন্সিয়ানা দেখিয়েছে। আমাদের থেকে বেশি আক্রমণ তুলে এনেছে ও গোল করেছে।”

Advertisements

এরপরেই দার্শনিক ভঙ্গিতে তিনি বলেন, “এই ধরনের কঠিন রাতগুলি আসন্ন পরীক্ষার আগে অনেক কিছু শিখিয়ে দেয়। আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ রয়েছে আমাদের সামনে।”