গতবার আইএসএলের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে যথেষ্ট নজর কেড়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। যারফলে লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যদিও সেটা বজায় ছিল না বেশিদিন । শেষ পর্যন্ত লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল। তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। হতাশাজনক ভাবে সিজন শেষ করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব।
সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে করাই প্রধান লক্ষ্য পাঞ্জাব এফসির (Punjab FC)। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএলের এই ফুটবল দল। এক্ষেত্রে তাঁদের টার্গেট সুপার কাপ। কিছুদিন পরেই শুরু হবে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি। তবে এই টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের দলের আরো বেশ কিছু বিদেশি ফুটবলারদের সংযুক্ত করার পরিকল্পনা ম্যানেজমেন্টের।
সেইমতো বেশকিছু ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করেছিল মাস কয়েক ধরে। যার মধ্যে ছিলেন দানি রামিরেজ। শোনা যাচ্ছিল এই স্প্যানিশ ফুটবলারের নাম। পূর্বে তুর্কির প্রথম টায়ারের ফুটবল ক্লাব মানিসা এফ কের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরবর্তীতে যদিও তাঁকে রিলিজ করে দিয়েছিল সেই দল। কিছু মাস পরেই তাঁর সঙ্গে যোগাযোগ শুর করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। শেষ পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই সই হয়ে গিয়েছে সেই চুক্তি। যরাফলে খুব শীঘ্রই দলের সঙ্গে যোগদান করবেন এই তারকা।
এবার এই নতুন দলে নিজেকে ঠিক কতটা মানিয়ে নিতে পারেন এখন সেদিকেই নজর থাকবে সকলের। আগের মরসুমে চোখ ধাঁধানো ফুটবলের মধ্য দিয়ে শুরু করলেও পরবর্তীতে সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি প্রথম ডিভিশন লিগের এই দলের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবার সুপার কাপে ভালো ফল করতে চান সকলে।