গত বছর যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল পাঞ্জাব এফসির (Punjab FC)। প্রথমদিকে বেশকিছু ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না থাকলেও সময় যতো এগিয়েছে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল এই ফুটবল ক্লাব। একটা সময় অন্যান্য দলকে টেক্কা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকলেও শেষ পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি। কিন্তু নিজেদের শেষ ম্যাচেও দাপিয়ে খেলেছিল ভার্জেটিসের ছেলেরা। আসন্ন ফুটবল সিজনে ঘুরে দাঁড়ানোই প্রধান উদ্দেশ্য তাদের। সেজন্য, গত মরশুমের শেষ থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।
তবে শুধু নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয়। দলের একাধিক ফুটবলারদের ও বিদায় জানানোর কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। অবশেষে আজ সরকারিভাবে তা ঘোষণা করেছে পাঞ্জাবের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছেন সালাহ থেকে শুরু করে অমরজিৎ, সাহিল, ইসাক আহমেদ, কৃষ্ণানন্দ, মাদিহ তালাল, বিদ্যাসাগর সিং, ড্যানিয়েল, উইলমার এবং জুয়ান মেরার মতো দাপুটে ফুটবলাররা।
উল্লেখ্য, নতুন সিজনের জন্য অনেক আগে থেকেই টুর্নামেন্টের শক্তিশালী ক্লাবগুলি তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল উল্লেখিত ফুটবলারদের। পাঞ্জাব থেকে শুধুমাত্র বিদায় জানানোর অপেক্ষা ছিল সকলের। সেটাই হলো এবার।
গতকাল নিজেদের সোশ্যাল সাইটে দলের কোচ স্টাইকোস ভার্গেটিসের পাশাপাশি দলের সহকারী কোচ দিমিত্রিওস কাকোস এবং কন্ডিশনিং কোচ নিকোলাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল এই ফুটবল ক্লাব। তারপর আজ দলের একগুচ্ছ ফুটবলারদের বিদায় জানানো হয় তাদের তরফ থেকে। এবার কার হাতে উঠে দলের দায়িত্ব এখন সেটাই দেখার।