নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফাইং রাউন্ড খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো আরো শক্তিশালী দল গঠন করাই একমাত্র লক্ষ্য কলকাতা ময়দানের এই প্রধানের। এরফলে যথেষ্ট বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশী ফুটবলারদের মধ্যে অধিনায়ক ক্লেটন সিলভার পাশাপাশি হিজাজী মাহের এবং সাউল ক্রেসপোর মতো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ক্লাব। এছাড়াও দিমিত্রি ডায়মান্টাকোসের মতো ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। কথাবার্তা প্রায় পাকা হয়ে গেলেও তার ফিটনেসের উপর নির্ভর করবে সমস্ত কিছু।
শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়। বিনীত রাইয়ের পাশাপাশি আপুইয়ার মতো ফুটবলারদের দিকে ও নজর রয়েছে এবারের সুপার কাপ জয়ীদের। গত কয়েকদিন আগেই বিনীত রাইকে বিদায় জানিয়েছে মুম্বাই। বর্তমানে তার কাছে ইস্টবেঙ্গলের পাশাপাশি পাঞ্জাব এফসির প্রস্তাব থাকলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা।
যতদূর খবর, এই ফুটবলারকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে পাঞ্জাব এফসি। কিন্তু সেখানেই শেষ নয়। এসবের মাঝেই এবার উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে, টেকচাম অভিষেক সিংয়ের দিকে গত কয়েক মাস ধরেই নাকি নজর ছিল লাল-হলুদের। তবে আগামী ২০২৬ পর্যন্ত পাঞ্জাবের সঙ্গে চুক্তিবদ্ধ এই তরুণ রাইট ব্যাক।
যারফলে, বাড়তি ট্রান্সফার ফি দিয়েই নাকি অভিষেক সিংকে নেওয়ার পরিকল্পনা ছিল এবারের সুপার কাপ চ্যাম্পিয়নদের। কিন্তু সহজেই তা প্রত্যাখ্যান করে দেয় আইএসএলের এই নয়া ফুটবল দল। এমনকি আদ্রিয়ান লুনার কেরালা ব্লাস্টার্সের তরফ থেকেও তাকে নেওয়ার পরিকল্পনা থাকলেও তাতে সম্মত নয় এই ফুটবল ক্লাব।