ISL Refereeing: রেফারিং নিয়ে প্রশ্ন তুলল পাঞ্জাব এফসি, উঠে এল ‘ভিএআরে’র আবেদন

Refereeing I League india
File Picture

বিগত কয়েক মরসুম ধরেই ম্যাচ রেফারির (ISL refereeing) ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। রাজ্য স্তরের লিগ হোক কিংবা দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। প্রতিটি ক্ষেত্রেই রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে একাধিক ফুটবল ক্লাবকে। সেই নিয়ে পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হলে ও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং জরিমানার কবলে পড়তে হয়েছে দলকে। সেই সমস্ত ভুল ত্রুটি শুধরে নেওয়ার পরিকল্পনা নিয়ে নতুন মরসুম শুরু হলেও খুব একটা বদলায়নি পরিস্থিতি। এবার ও আইএসএলের অধিকাংশ ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে উঠতে শুরু করেছে বহু বিতর্ক।

যারফলে পয়েন্ট খোয়াতে হয়েছে একাধিক ফুটবল দলকে। এমনকি গত শনিবার হাইভোল্টেজ কলকাতা ডার্বি ম্যাচে ও রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল। তবে শুধুমাত্র এই ম্যাচ নয়। চলতি আইএসএলের অধিকাংশ ম্যাচেই বিতর্কিত সিদ্ধান্তের জন্য পয়েন্ট হারাতে হয়েছে ময়দানের এই প্রধানকে। ইস্টবেঙ্গল একা নয় সমস্যায় পড়তে হয়েছে আইএসএলের আরও একাধিক ফুটবল ক্লাবকে। যাদের মধ্যে রয়েছে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। বেশ কয়েকটি ম্যাচেই রেফারিদের সিদ্ধান্ত নিয়ে খুব একটা খুশি নয় পাঞ্জাব ম্যানেজমেন্ট।

   

সেই নিয়েই এবার সরব হল পাঞ্জাব এফসি। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আইএসএলের এমন রেফারিং নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটলের কাছে একটি কড়া চিঠি প্রদান করেছে পাঞ্জাবের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যেখানে গত নর্থইস্ট ম্যাচে রেফারির সিদ্ধান্ত গুলিকে খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আগামী মুম্বাই সিটি এফসি ম্যাচের কথা ও উল্লেখ করা‌ হয়েছে‌। তবে সেখানেই শেষ নয় প্রত্যেকটি দলের ন্যায্য পারফরম্যান্স এবং লগ্নিকারী সংস্থা গুলির গুরুত্বকে মাথায় দিয়ে টুর্নামেন্টটিকে স্বচ্ছতার

সাথে এগিয়ে নিয়ে যাওয়ার উল্লেখ করা হয়েছে।
বলতে গেলে এক্ষেত্রে ‘ভিএআর’‌ প্রযুক্তি ব্যবহার করার কথা উঠে এসেছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে আদৌ কি সিদ্ধান্ত উঠে আসে দেশের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন