শনিবার থেকে জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন Punjab FC ফুটবলাররা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। গত কাফা নেশনস কাপে সীমিত শক্তি নিয়ে অনবদ্য পারফরম্যান্স করে ব্লু-টাইগার্স। টাইব্রেকারে শক্তিশালী ওমানকে হারিয়ে…

Punjab FC players join Indian national camp

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে ভারতীয় ফুটবল দল। গত কাফা নেশনস কাপে সীমিত শক্তি নিয়ে অনবদ্য পারফরম্যান্স করে ব্লু-টাইগার্স। টাইব্রেকারে শক্তিশালী ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে গুরপ্রীত সিং সান্ধুরা। যা নিঃসন্দেহে খুশি করেছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। এবার এএফসি এশিয়ান কাপের লড়াই। আগামী ৯ই এবং ১৬ই অক্টোবর এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে লালিয়ানজুয়ালা ছাংতেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সিঙ্গাপুর দল। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে।

Advertisements

তাই গত কয়েকদিন আগে থেকেই বেঙ্গালুরুর বুকে গোটা দল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন খালিদ জামিল। তবে একাধিক ফুটবল ক্লাবের তরফে এখনও পর্যন্ত রিলিজ করা সম্ভব হয়নি ডাক পাওয়া ফুটবলারদের। যা নিঃসন্দেহে চাপে রেখেছে জাতীয় দলের কোচকে। অবশেষে সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই জাতীয় দলের শিবিরে যোগদান করতে চলেছেন পাঞ্জাব এফসির ফুটবলাররা। তার ঠিক কয়েকদিন পর থেকেই যোগদান করবেন বাকি দলের ফুটবলাররা।

   

উল্লেখ্য, খালিদ জামিলের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই যথেষ্ট সক্রিয়তার সাথে খেলতে দেখা গিয়েছিল পাঞ্জাবের ফুটবলাররা। জাতীয় দলের জার্সিতে এবার এএফসির যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নিজেদের আদৌও কতটা মেলে ধরতে পারেন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।


❓ FAQs

Q1. জাতীয় শিবির কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
👉 বেঙ্গালুরুতে জাতীয় দলের শিবির শুরু হয়েছে।

Q2. কোন টুর্নামেন্টের জন্য ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে?
👉 AFC Asian Cup 2025 Qualifiers, যেখানে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর।

Q3. পাঞ্জাব এফসির ফুটবলাররা কবে থেকে শিবিরে যোগ দেবেন?
👉 শনিবার থেকেই তাঁরা যোগদান করবেন।

Q4. বাকি ক্লাবগুলির ফুটবলাররা কবে থেকে যোগ দেবেন?
👉 পাঞ্জাব এফসি ফুটবলারদের পরবর্তী কয়েকদিনের মধ্যে অন্য ক্লাবের খেলোয়াড়রাও যোগ দেবেন।

Q5. ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন ছিল?
👉 গত কেফা নেশনস কাপে সীমিত শক্তি নিয়েও শক্তিশালী ওমানকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত।

Q6. জাতীয় দলের কোচ বর্তমানে কে?
👉 খালিদ জামিল, যিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর থেকেই যথেষ্ট সক্রিয়ভাবে দলকে প্রস্তুত করছেন।

Q7. ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচ কবে হবে?
👉 ৯ এবং ১৬ অক্টোবর AFC Asian Cup 2025 Qualifiers-এ দুই দল মুখোমুখি হবে।


🔑 Punjab FC Indian team, AFC Asian Cup 2025 India squad, Indian football camp news, Khalid Jamil national team