প্যানাজিওটিস ডিলমপেরিসের (Panagiotis Dilmperis) দায়িত্ব গ্রহণের পর থেকেই একেবারে বদলে গিয়েছে পাঞ্জাব এফসি (Punjab FC)। ডুরান্ডে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও আইএসএল মরসুমের শুরু থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছিল আইএসএলের এই দল। প্রথম ম্যাচেই শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে অনায়াসেই পরাজিত করেছিল এই ফুটবল ক্লাব। গোল পেয়েছিলেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেনের পাশাপাশি ফিলিপ মিজলজ্যাকের মতো ফুটবলাররা।
যা নিঃসন্দেহে তাঁক লাগিয়ে দিয়েছিল সকলকে। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই একের পর এক ম্যাচে সহজ জয় পেয়েছিল পাঞ্জাব এফসি। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। স্বাভাবিকভাবেই সুপার সিক্সের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল পাঞ্জাব।
Also Read | Punjab FC: হায়দরাবাদকে পরাজিত করে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খুললেন ডিলমপেরিস
কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। আইএসএলের দ্বিতীয় লেগের শুরু থেকেই একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করতে শুরু করে পুলগা ভিদালরা। যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। একাধিক ম্যাচে পরাজিত হওয়ার দরুণ লিগ তালিকার অনেকটাই নিচে চলে আসে পাঞ্জাব। যারফলে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তারপর ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি এফসি গোয়ার মতো দলের কাছে পরাজিত হওয়ার ফলে প্লে-অফে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এই ফুটবল দলের। বর্তমানে ভালো পারফরম্যান্সের মধ্য দিয়েই আইএসএল শেষ করার লক্ষ্য রয়েছে আজমির সুলজিকদের।
আগামী ১০ ই মার্চ ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব এফসি। যেখানে তাঁদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এই ম্যাচ জিতেই টুর্নামেন্ট শেষ করতে চাইবেন সকলে। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েকটি মরসুমের জন্য এবার নাকি প্যানাজিওটিস ডিলমপেরিসের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে পাঞ্জাব ম্যানেজমেন্টের। এখনও পর্যন্ত সেই বিষয়টি চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।