বেঙ্গালুরু ম্যাচ এখন অতীত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করেছে পাঞ্জাব এফসি। একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে সমতায় ফেরে প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। লুকা মাজসেনের পাশাপাশি আসমির সুলজিকের অনবদ্য পারফরম্যান্সের দরুন জয় সুনিশ্চিত করে পাঞ্জাব। সেই সুবাদে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে আইএসএলের এই ফুটবল ক্লাব। উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতে সবাইকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছিল পাঞ্জাব।
Also Read | নেজমেহ ম্যাচকে ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন ক্রেসপো
কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে আটকে যেতেই বদলে যায় গোটা পরিস্থিতি। যারফলে কিছুটা হলেও ব্যাকফুটে চলে এসেছিল পাঞ্জাব। তবে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করতেই ফের শিল্ড জয়ের দৌড়ে চলে আসে এই ফুটবল ক্লাব। যা নিয়ে খুশি পাঞ্জাব কোচ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার প্রধান চিন্তা ছিল যে প্রথমার্ধে কেন আমার খেলোয়াড়রা গোল করতে ব্যর্থ হচ্ছিল। আমি সত্যি এটা বুঝতে পারিনি। তাঁরা পরিকল্পনা মাফিক কাজ করছিল। রক্ষণ এবং আক্রমণ করছিল, কিন্তু চূড়ান্ত পাস এবং চূড়ান্ত সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল ছিল। যার প্রভাব ম্যাচে দেখা গিয়েছিল।”
Also Read | অনবদ্য লুকা! চেন্নাইয়িন ম্যাচে দারুণ ছন্দে এই তারকা ফরোয়ার্ড
ডিলমপেরিস আরও বলেন, “আমাদের আগে গোল করা উচিত ছিল কারণ আমরা প্রথমার্ধে প্রতিপক্ষের বক্সের বাইরে অনেকবার বল নিয়ে এসেছি। তবে দ্বিতীয়ার্ধে, আমরা কেবল পায়ে বল পাস করতে পেরেছি এবং তারপরে আমরা দুটি গোল করেছি। প্রতিপক্ষ উঠে গেল। আমরা তাদের এই পারফরম্যান্স এবং তারপরে তৃতীয় গোল দিয়ে কিছুটা অবাক করেছিলাম। তবে শেষ মুহূর্তে গোল খাওয়া নিয়ে আমি যথেষ্ট হতাশ। কিন্তু দলের এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল।” সেইসাথে চোট সমস্যা কাটিয়ে লুকা মাজসেন যেভাবে ফিরে এসেছেন সেই নিয়ে ও যথেষ্ট প্রশংসা করেন পাঞ্জাব কোচ।
Also Read | নাজমেহ ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক অস্কার
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন এই স্লোভেনিয়ান তারকা। যারফলে পরবর্তীতে মাঠের বাইরে থাকতে হয় বেশ কিছু সপ্তাহ। সেখান থেকেই ম্যাচ ফিট হয়ে দলে ফিরেছেন লুকা মাজসেন। তারপর থেকেই নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছেন এই তারকা ফুটবলার।