শুধু মোহনবাগান সুপার জায়ান্ট কিংবা ইস্টবেঙ্গল নয়, ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবের পক্ষ থেকেও দেওয়া হতে পারে চমক। সম্প্রতি এমনই এক সম্ভাবনার কথা উঠে এসেছে সর্বভারতীয় ক্রীড়া সংবাদ মাধ্যমে।
ফুটবল উদ্দীপনা কি শুধু সোশ্যাল মিডিয়ায়? জিকসন এসেও ভরাতে পারলেন না মাঠ
Sportskeeda তাদের প্রতিবেদনে দাবি করেছে, ইজিকুয়েল ভিদাল (Ezequiel Vidal) নামের আর্জেন্টিনার এক ফুটবলারকে দলে নিতে চলেছে পাঞ্জাব এফসি। নতুন মরসুমের জন্য ইতিমধ্যে ফিলিপ ও লুক ম্যাজসেনকে নিশ্চিত করেছে পাঞ্জাব এফসি। এবার আর্জেন্টিনার ফুটবলারকে সই করিয়ে নিতে পারে এই ভারতীয় ক্লাব।
কে এই ইজিকুয়েল ভিদাল?
অ্যাটাকিং মিডফিল্ডার এজেকুয়েল ভিদাল তাঁর শহরের ক্লাব ওলিম্পোর যুব একাডেমি থেকে শুরু করেছিলেন। ২০১১ সালে সিনিয়র দলে উন্নীত হলেও ২০১৩ সালের মে মাসের আগ পর্যন্ত সান লরেঞ্জোর বিপক্ষে পেশাদার ফুটবলে অভিষেক হয়নি ভিদালের। ২০১৪–১৫ মরসুমে ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনের দল ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে লোনে চুক্তিবদ্ধ হন। সেখানে এক মরসুম কাটানোর পর অলিম্পোতে ফিরে আসেন।
IND vs SL: টি২০ অধিনায়ক করেও সূর্যকুমারকে শাস্তি! দল থেকে বাদ
View this post on Instagram
এরপর ইকুয়েডরের সিরি আ ক্লাব দেলফিনে যোগদান করেছিলেন। অলিম্পিকোতে ২০১৬–১৭ মরসুমে আরও ছয়টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। পরের গ্রীষ্মে উরুগুয়ের প্রিমেরা দিভিসিওনে লোনে জুভেন্টাদে যোগ দিয়েছিলেন। সম্প্রতি, ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ইন্দোনেশিয়ান লিগা ১-এ পারসিতাটি হয়ে খেলেছিলেন। দুই মরসুমে ৬০ টি ম্যাচে ১৭ টি গোল করেছিলেন এবং ১৩টি গোল করানোর ক্ষেত্রে অবদান রেখেছিলেন।