চোখ ধাঁধানো ফুটবলের মধ্যে দিয়ে আগের মরসুম শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। বিশেষ করে আইএসএলের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের এই ফুটবল ক্লাবের দাপট। সেবার লুকা মাজসেন থেকে শুরু করে মিজল জ্যাকের মতো ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমীদের। যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যদিও শেষ পর্যন্ত বজায় ছিল না সেই ধারাবাহিকতা।
যারফলে শেষ পর্যন্ত লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল। তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে হতাশাজনক ভাবে সিজন শেষ করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে করাই প্রধান লক্ষ্য পাঞ্জাব এফসির। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া সকলে। আগামী ৩রা আগস্ট ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব।
যেখানে তাদের লড়াই করতে হবে কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসিরং সঙ্গে।
তার আগেই শুক্রবার নিজেদের সোশ্যাল সাইটে ডুরান্ডের জন্য স্কোয়াড ঘোষণা করল পাঞ্জাব। সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে আয়ুষ দেশওয়াল, মুহিত সাবির,রবি কুমার। রক্ষণভাগের দায়িত্বে থাকছেন বিজয় ভার্গেস, খাইমিনথাং লুংডিম, মানব সিং, মুহাম্মদ উভাইস, সুরেশ মেইতেই, প্রমবীর এবং উষাম সিং। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে লিওন অগাস্টিন, ম্যাঙ্গলেনথাং কিপগেন, নিখিল প্রভু, প্রিন্সটন রেবেলো, রিকি শাবং, ঋষিকান্ত মেইতেই,সিঙ্গামায়ুম শামি এবং ভিনিত রাই।
পাশাপাশি দলের ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে মুহাম্মদ সুহেল, নিন্থোইংগাম্বা মেইতেই, ওমাং দোদুম, সানাথোই, বিশাল যাদব এবং রঞ্জিত পান্ডে। এই স্কোয়াড নিয়েই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামতে চলেছে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব।