ATK Mohun Bagan: পুইতিয়া এবং ইশান পান্ডিতা কি আসছে মোহনবাগানে

puitea and ishan pandita

এই মুহূর্তে জানা যাচ্ছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) আসতে চলেছে পুইতিয়া।কেরালা ব্লাস্টার্সে খেলছিলেন তিনি,কিন্তু শেষ কয়েক ম্যাচে খেলার সুযোগ পাননি।

Advertisements

এখনও অবধি জল্পনার স্তরে রয়েছে গোটা ব‌্যাপারটা।তবে তার মতো একজন গুনগুত মানের ফুটবলার কে দলে নেওয়ায় যে বিশেষ লাভবান হবে সবুজ মেরুন ব্রিগেড। সে কথা বলাই বাহুল‍্য।

চলতি বছরে একেবারে পারফরম্যান্স ভালো নয় এটিকে মোহনবাগানের।অন্তত শেষ বছর তিনেকের পারফরম্যান্সের নিরিখে এবার বেশ খারাপ পারফরম্যান্স সবুজ মেরুনের।কোচ জুয়ান ফেরান্দো এবার পরিস্থিতি যে ঠিকঠাক সামাল দিতে পারছেন না।সে কথা বলাই বাহুল্য।এবং এই পরিস্থিতি থেকে পুইতিয়াকে নিলে বিশেষ লাভবান হবে এটিকে মোহনবাগান সেই কথা বলাই বাহুল্য।তিনি আসলে হয়তো প্রণয় হালদারের বদলি হিসেবে খেলবে।ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেললেও পুইতিয়ার আক্রমণ করার ক্ষমতা ভীষণ প্রশংসনীয়।কাউকোর চোট পাওয়ায় এটিকে মোহনবাগানের খেলাটা জমছেনা।

Advertisements

আসা যাক মনবীর সিংয়ের কথায়।তার যা চোট লেগেছে তাতে চলতি মরশুমে তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া যে আর সম্ভব নয় সেটা বলাই বাহুল‍্য।তার জায়গায় এটিকে মোহনবাগান নিতে চলেছে ইশান পান্ডিতা কে।অবশ্য এর আগেও ইশান কে নেওয়ার চেষ্টা চলেছে,কিন্তু এবার ফের ইশান কে টার্গেট করেছে সবুজ মেরুন ব্রিগেড।বর্তমানে জামশেদপুরে খেলেন তিনি।তিনি বর্তমানে প্রতি ম‍্যাচেই প্রথম একাদশে আছেন।একজন প্রপার নম্বর নাইনের ফুটবলার ইশান,তাকে নিলে এটিকে মোহনবাগানের নম্বর নাইনের সমস্যার ঘাটতি মিটবে বলে মনে করা হচ্ছে।