দলের অবস্থা খারাপ। কোচ থেকে ম্যানেজমেন্ট সবার উপরেই ক্ষুব্ধ সমর্থকরা। এবার বিক্ষোভ দেখানো হল সরাসরি মাঠে। ইস্টবেঙ্গল কর্তা (East Bengal) নিতু সরকারের বিরুদ্ধে উঠেছে প্রতিবাদ। দেখানো হল ব্যানার।
যুবভারতীর গ্যালারি থেকে প্রতিবাদ জানিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের ব্যানার দেখা যায়। এই ব্যানারের মাধ্যমে সকল ইস্টবেঙ্গল সমর্থক ধিক্কার জানায় নীতু সরকার এবং প্রাক্তন ফুটবলারদের বিরুদ্ধে। এদিন দুর্বল রক্ষণ ইস্টবেঙ্গলের, হাভির গোলে ১-১ করে বেঙ্গালুরু। ফলে জয় আসেনি আজও।
তাই সমর্থকরা প্রশ্ন তুলেছেন, ‘তাহলে এই চাহিদা কি কর্মকর্তা বা ইনভেস্টর এদের কারোর নেই ?যদি থাকেও সেটা তো দেখলে বোঝা যায় না ! কারণ যেভাবে বছরের পর বছর চরম বিপর্যয় কে সামনে থেকে দেখেও কিংকর্তব্যবিমূঢ় র মতো ব্যাবহার করে চলেছে তাতে তো বোঝা বড় দায় !’
হতাশা থেকে ফ্যানেরা বলছেন, ‘আর রইলো বাকী সমর্থক ? তারা আবার মানুষ নাকি ? তাদের সাথে তো পশুর থেকেও অধম ব্যাবহার করা হয় ! কারণ ক্লাবের মাথা রা এটা বুঝে গেছে , যাই হয়ে যাক এরা মাঠে আসবেই টিকিট কেটে ! আমরাও আমাদের আবেগ থেকে সরে যেতে পারিনা ! চরম লজ্জা অপমান সহ্য করেও প্রতিটা খেলায় গিয়ে গ্যালারী ভরাচ্ছি ! এতে দোষ এর কিছু নয় , সমর্থক র কাজ সে করছে !! কিন্তু সমর্থক দের আবেগ র সাথে যে অরাজকতা দিনের পর দিন ঘটে চলেছে তার দায়ভার কে নেবে ?’
— Chinmoy Biswas❤💛 (@Chinmoy1920) December 30, 2022
প্রাক্তনদের দিকে প্রশ্ন তুলে তাঁরা বলছেন, ‘আর একদল হলো আমাদের সনামধন্য প্রাক্তন খেলোয়াড় গণ ! বাড়ির বড়দের থেকে এদের খেলার কথা শুনে আমরা বড় হয়েছি ! তাদের প্রতি সেইরূপ সম্মান ও আমরা প্রদান করি ! কিন্তু তাদের কাজ কি ? নিজেরা তো কোনরকম ভাবে এগিয়ে এসে দায়ভার গ্রহণ করেন না , কিন্তু বাড়ির চার দেওয়াল র মধ্যে থেকে এসি র হাওয়া তে মিডিয়া র সামনে মুখোরচক দুচার কথা বলতে কিন্তু পিছপা হন না !! আপনারা ও তো এই ক্লাব এ খেলে গেছেন , কত গৌরব এনে দিয়েছেন ! আপনাদের দায়িত্বের মধ্যে কি পড়েনা ক্লাব এ এসে কর্মকর্তা দের থেকে জবাব টা চাই , যে এই বছরের পর বছর অসফলতা কেন ?ও আসল জায়গায় অবশ্য মুখ টা বন্ধ এমনিতেই আপনাদের হয়ে যায় ! তাহলে এই বিপর্যয় এর জবাব কার কাছে পাবো আমরা ?’