ইন্ডিয়ান সুপার লিগে (ISL)হায়দরাবাদ এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবে না সার্থক গোলুই এবং অমরজিৎ কিয়াম। চ্যারিস কিরিয়াকু এবং সৌভিক চক্রবর্তী এখনও ম্যাচ ফিট নয়। নিজামর্সদের বিরুদ্ধে মাঠে খেলতে নামার আগে এটা নিঃসন্দেহে বড় ধাক্কা ইস্টবেঙ্গল এফসি (East Bengal) টিমের কাছে।
লিগে এখনও ইস্টবেঙ্গলকে ১২ টা ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা গেম ফাইনাল ম্যাচ হয়ে উঠেছে হাওকিপ, মহেশ, সুহেরদের কাছে। এমন অবস্থাতাতে চারজন ফুটবলারের সার্ভিস না পাওয়াটা বেশ হতাশাজনক লাল হলুদ ভক্তদের কাছে।
কিরিয়াকুর চোট গুরুতর ভ্রু’তে সেলাই হয়েছে,রিকভারির জন্য সময় দরকার, তাড়াহুড়োতে বিপত্তি ঘটতে পারে।কিন্তু সার্থক,অমরজিৎ,সৌভিক কেন এতদিনে ম্যাচ ফিট হয়ে উঠতে পারলো না তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।কিরিয়াকুর ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ এবং নির্দেশ শেষ কথা।
কিন্তু বাকি তিন ইস্টবেঙ্গল ফুটবলার সার্থক গোলুই, অমরজিৎ, অধিনায়ক সৌভিক চক্রবর্তীকে ম্যাচ ফিট করার দায়িত্ব ইস্টবেঙ্গল এফসির ফিজিও স্টাফদের।যেভাবে নিজামর্সদের বিরুদ্ধে ম্যাচে এই তিন ফুটবলারকে ছিটকে যেতে হল, তাতে করে ইস্টবেঙ্গল এফসির ফিজিও স্টাফদের পেশাদারিত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে।