East Bengal: সম্ভবত এই বিদেশি তারকা ফুটবলার যোগ দিচ্ছে ইস্টবেঙ্গলে

Jake Jarvis

কলকাতা: ফের আরেকবার আক্রমণ ভাগের তারকা বিদেশি ফুটবলারের নাম জড়াল ইস্টবেঙ্গলের (East Bengal) সাথে। দুটো উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতে পারেন এই তারকা বিদেশি ফুটবলার। তার নাম জেক জারভিস (Jake Jarvis)।  বর্তমানে ফ্রি এজেন্ট এই ফুটবলার।২০২৩ সালের জানুয়ারি মাসে তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি শেষ হয়েছে।ক্লাবের হয়ে খেলা শেষ তিনটে ম‍্যাচের মধ্যে চারটি গোল করেছিলেন।

ইংল্যান্ডের এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ‍্যালু দুই কোটি টাকা।লিগ ওয়ান, লিগ টু তে খেলার অভিজ্ঞতা ছিলো এই ফুটবলারের।এছাড়া খেলেছিলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে।এছাড়াও ফিনল্যান্ডে বেশ কিছু মরসুম খেলার অভিজ্ঞতা আছে এই ফুটবলারের।

   

ইতিমধ্যে লাল হলুদ ব্রিগেডের তরফে চুক্তিপত্র পাঠানো হয়েছে তাকে।কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যা থাকার জেরে তিনি এই ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না বলেই জানা গিয়েছে।খাতায় কলমের কাজ না মেটানোর আগে তো কোনও সিদ্ধান্ত আসতে পারছেন না তারা।ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তার ভিসা সমস্যা মেটানোর চেষ্টা করছে খুবই তৎপরতার সাথে।

অবশ‍্য শেষ অবধি তার আসার ক্ষেত্রে যদি কোনও সমস্যা তৈরী হয়,তাহলে তার বিকল্প তৈরী আছে।অর্থাৎ জারভিসের বদলি নামটাও ভেবে রেখেছে লাল হলুদ ব্রিগেড।দুই একদিনের মধ্যে এই ব‍্যাপারে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন