T20 World Cup: এই দিনে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ! সূচি প্রকাশ্যে আসার পরেই হইচই

ওডিআই বিশ্বকাপের পর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য। আসন্ন ২০ ওভারের ক্রিকেট ফরম্যাটের বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি…

team-India's-T20-World-Cup

ওডিআই বিশ্বকাপের পর ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য। আসন্ন ২০ ওভারের ক্রিকেট ফরম্যাটের বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি থাকলেও টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। আগামী ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

আইসিসির বড় আসরে ক্রিকেট প্রেমীরা সব সময় অপেক্ষায় থাকেন ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের জন্য। সম্প্রতি ২০২৩ বিশ্বকাপের লীগ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। এ সময় ভারত টিম পাকিস্তানকে বাজেভাবে পরাজিত করেছিল। ভক্তরা আবারও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচে আশা করছেন। এবার দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাব্য সূচি:
৫ জুন – আয়ারল্যান্ড বনাম নিউ ইয়র্ক
৯ জুন – বনাম পাকিস্তান – নিউ ইয়র্ক
১২ জুন – যুক্তরাষ্ট্র বনাম নিউ ইয়র্ক
১৫ জুন – কানাডা বনাম ফ্লোরিডা

Advertisements

নক আউট ম্যাচগুলো শুরু হবে লীগ পর্বের পর। আগামী ২৬ জুন গায়ানায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আগামী ২৮ জুন ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। আগামী ২৯ জুন বার্বাডোসে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল শিরোপার দৌড়ে মাঠে নামবে।

২৬ জুন – প্রথম সেমিফাইনাল – গায়ানা
২৮ জুন – দ্বিতীয় সেমিফাইনাল – ত্রিনিদাদ
২৯ জুন – ফাইনাল – বার্বাডোস