ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে সামনের মরশুমের জন্য তৈরি হচ্ছে দল গোছানোর নীল নকশা। কয়েকজন ঘরোয়া ফুটবলের সম্মতি ইতিমধ্যে আদায় করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছিল আগে। এবার বিদেশি চয়ন নিয়েও কর্তারা একধাপ এগিয়েছেন বলে খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা লিগ বা ঘরোয়া ফুটবলে খেলা বিদেশিদের প্রাথমিক তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছেন কর্তারা। কলকাতা ময়দানে পরীক্ষিত বিদেশিদের আগে দেখে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত ফিটনেস। কারণ সম্প্রতি ফিটনেস ইস্যু বারংবার ভুগিয়েছে দলকে। ইনভেস্টর চূড়ান্ত হওয়ার পর দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশিদের দলের নেওয়ার কাজ শুরু হতে পরে।
কলকাতা লিগে খেলা ফুটবলারদের দলে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা। সে ব্যাপারে কিছু কাজ এগিয়েছে এমনটা ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে আলোচিত। শোনা যাচ্ছে এর পরের ধাপে আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে খেলা খেলোয়াড়দেরও নজরে রাখছেন কর্তারা। ইনভেস্টর কিংবা কোচ আসার পর হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অতীতে কোচ নিয়োগের আগে ফুটবলার নিয়োগের ঘটনা বিরল নয়। কর্তাদের বাছাই করে ফুটবলারদের নিয়ে কোচেকে দল চালাতে হচ্ছে, ময়দানে এ কথা নতুন নয়। আগামী মরশুমে ইস্টবেঙ্গলে কোচের ভূমিকায় কাকে দেখা যাবে সে ব্যাপারে আপাতত বিশেষ কিছু জানা যায়নি। মাঝে কিছু কানাঘুষো শোনা গেলেও পোক্ত কোনো তথ্য আপাতত নেই।