জাতীয় ক্রীড়া দিবসে পর্দা উঠতে চলছে এই জনপ্রিয় লিগের

সাত বছর পর জাতীয় ক্রীড়া দিবসে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় খেলা প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। ২৯ আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস (National…

Pro Kabaddi League season 12 kicks off on National Sports Day in Visakhapatnam

সাত বছর পর জাতীয় ক্রীড়া দিবসে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় খেলা প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। ২৯ আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) হিসেবেও পালিত হয়। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের। এবারের আসর আয়োজন করা হয়েছে একদম নতুন ফরম্যাটে, যা দর্শকদের আরও রোমাঞ্চ এবং উত্তেজনার ভরপুর অভিজ্ঞতা দেবে।

সিজন ১২ উদ্বোধনী ম্যাচে তেলুগু টাইটান্স মুখোমুখি হবে তামিল থলাইভাজের এবং দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু বুলস খেলবে পুনেরি পল্টনের বিরুদ্ধে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমের বিশ্বনাথ স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে।

   

এবারের লিগ উদ্বোধনের জন্য এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় ভারুণ বিচের পাশে অবস্থিত নোভোটেল হোটেলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশাল স্পোর্টসের বিজনেস হেড ও লিগ চেয়ারম্যান অনুপম গোস্বামী, ১২ দলের অধিনায়ক সহ তেলুগু টাইটান্সের অধিনায়ক বিজয় মালিক এবং তামিল থলাইভাজের অধিনায়ক পবন সেহরাওয়াত।

অনুপম গোস্বামী বলেন, “প্রো কবাডি লিগ সিজন ১২ আরও প্রতিযোগিতামূলক এবং উদ্দীপনাময় হতে চলেছে। নতুন ফরম্যাটে প্রতিটি ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং দর্শকদের খেলায় আরও গভীরভাবে যুক্ত করবে।” তিনি আরও বলেন, “জাতীয় ক্রীড়া দিবসে এই লিগের সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে আমরা দেশের ক্রীড়া গৌরব উদযাপন করি।”

Advertisements

তেলুগু টাইটান্সের অধিনায়ক বিজয় মালিক বলেন, “এই সিজনে প্রতিটি দলই অনেক শক্তিশালী এবং প্রস্তুত। আমাদের প্রত্যেক ম্যাচই হবে বড় চ্যালেঞ্জ।” অন্যদিকে, তামিল থলাইভাজ অধিনায়ক পবন সেহরাওয়াত বলেন, “স্বাগতিক দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামা সবসময় রোমাঞ্চকর হয়। আমরা প্রস্তুত এবং এই সিজনের শুরুটা জয় দিয়ে করতে চাই।”

Pro Kabaddi League season 12 kicks off on National Sports Day in Visakhapatnam