দুর্গা পুজোয় বিশেষ উদ্যোগ প্রাক্তন বাগান তারকার

দুর্গাপুজো বাঙালির জীবনের একটি বিশেষ অংশ, যা শুধুমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি গভীর আবেগের প্রকাশ। এই সময় সব বাঙালি একত্রিত হয়ে আনন্দের ভাগীদার…

Pritam Kotal দুর্গা পুজোয় বিশেষ উদ্যোগ প্রাক্তন বাগান তারকার

দুর্গাপুজো বাঙালির জীবনের একটি বিশেষ অংশ, যা শুধুমাত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি গভীর আবেগের প্রকাশ। এই সময় সব বাঙালি একত্রিত হয়ে আনন্দের ভাগীদার হন, বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে প্যান্ডেল হপিং করে, নতুন জামাকাপড় পরে একত্রে উৎসব উদযাপন করেন। ইতিমধ্যে পুজোয় মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। পাশাপাশি বন্ধু-বান্ধব থেকে শুরু করে প্রিয় সঙ্গীকে সাথে নিয়ে শুরু করে দিয়েছে প্যান্ডেল হপিং। এর মধ্যেই পঞ্চমীর দিন বিশেষ উদ্যোগ নিল প্রাক্তন বাগান তারকা প্রীতম কোটালের (Pritam Kotal) বিশেষ সংস্থা ‘ইচ্ছে’।

বিশাল-দিমি নন, অভিজ্ঞতার বিচারে এই তারকাকেই শীর্ষে রাখছেন প্রাক্তন বাগান কোচ

   

দুর্গা পুজোয় সকলেই মেতে ওঠে আনন্দে। পুজোর কয়েকটা দিন নতুন-জামা কাপড় পড়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করা থেকে শুরু করে মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখা হয়। আবার কেউ কেউ এই কটা দিন ভিন্ন স্বাদের আশায় ভিড় জমায় বিভিন্ন রেস্টুরেন্টের বাইরে। তবে এই আনন্দের মধ্যেও অনেকেই ভাবেন এই কটা দিন কীভাবে কাটবে তাঁদের। পুজোর কয়েকটা দিন লক্ষ্মী লাভের আসায় তিন গোনেন তাঁরা। সেই সকল মানুষদের পাশে দাঁড়াল ‘ইচ্ছে’।

পঞ্চমীর সকালে ‘ইচ্ছে’-এর পক্ষ থেকে পথ শিশু এবং প্রত্যক্ষ সংগ্রাম করে চলা মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নিজস্ব এক্স হ্যান্ডেলে এই ছবি তুলে ধরে প্রাক্তন বাগান তারকা প্রীতম কোটাল (Pritam Kotal) সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সকলের ভালোবাসায় কিছু ভালোবাসার মানুষদের ভালোবাসায় ভরিয়ে দিলো ইচ্ছে।” তাই ইচ্ছের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন।

অলিম্পিক অতীত! রাজনীতির ‘আখড়ায়’ বাজিমাত ভিনেশের

এই কাজের মাধ্যমে ‘ইচ্ছে’ শুধু মানবিকতা প্রদর্শন করেনি, বরং পুজোর মরশুমে একটি ভালোবাসার বার্তাও পৌঁছে দিয়েছে। সত্যিই, এই ধরনের উদ্যোগ পুজোর আসল অর্থকে আরও গভীর করে তোলে এবং আমাদের মধ্যে সহানুভূতি ও সংহতির অনুভূতি তৈরি করে। যদিও এই বছর প্রথম নয়। প্রতি বছরই পুজোর আগে এই বিশেষ উদ্যোগ নিয়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন প্রাক্তন বাগান তারকা প্রীতম কোটাল।