Pritam Kotal: দল বদল করার পথে প্রীতম কোটাল?

Pritam Kotal

নতুন মরসুম শুরু হওয়ার আগে দল বদল করতে চলেছেন একাধিক ফুটবলার। ইতিমধ্যে বেশ কিছু দল বদল চূড়ান্ত হয়েছে। আগামী দিনে পাওয়া যাবে বেশ কিছু সই সংবাদ। জল্পনা রয়েছে প্রীতম কোটালকে (Pritam Kotal) নিয়েও। তিনি কি দল বদল করবেন?

Advertisements

ফের ধাক্কা খেতে পারেন East Bengal সমর্থকরা

   

কেরালা ব্লাস্টার্স নতুন কোচ নিয়োগ করেছে। স্কোয়াডে হচ্ছে রদবদল। ২০২৩-২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন না প্রীতম কোটাল। কিছু ক্ষেত্রে সমর্থকদের হতাশ করেছিলেন। টিম ম্যানেজমেন্টও কি আস্থা হারিয়েছে প্রীতমের ওপর থেকে? এই প্রশ্ন উঠেছিল এক সময়।

ট্রান্সফার মার্কেটে একাধিক নামীদামী ফুটবলারকে নিয়ে জল্পনা চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেভিওয়েট বিদেশি ফুটবলারদের কেন্দ্র করে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। তুলনায় প্রীতম কোটালকে নিয়ে এখন জল্পনা কম। তবে কৌতূহল রয়েছে। বিগত কয়েক বছরে প্রীতম ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ধারবাহিক ফুটবলার। একটা মরসুম আশানুরূপভাবে খেলতে না পারলেও তাঁকে ঘিরে এখনও প্রত্যাশা রয়েছে।

Copa America: আর্জেন্টিনার দুই গোলের পিছনেই অবদান মেসির

প্রথম কোটাল দল বদল করতে চলেছেন এমন আপডেট এখনও পর্যন্ত নেই। সম্ভাবনা একেবারেই ছিল না সেটাও জোর দিয়ে বলা যায়নি, যাচ্ছে না। সব ঠিক থাকলে তিনি আরও এক মরসুমে কেরালা ব্লাস্টার্সেই থেকে যেতে পারেন।

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে দল হিসেবে ধারাবাহিকভাবে খেলতে পারেনি কেরালা ব্লাস্টার্স। প্রাক্তন কোচ ইভান ভুকামানোভিচ একাধিক অজুহাত দিলেও, ম্যাচের ফলাফল বলে শেষ কথা। উক্ত মরসুমে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করলেও ক্লাবে আসেনি সাফল্য। সার্বিকভাবে দল হিসেবে দাগ কাটতে ব্যর্থ হয়েছিল কেরালা ব্লাস্টার্স। ইভানের স্ট্র্যাটেজিতে প্রীতম কোটালের পজিশন নিয়েও প্রশ্ন ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements