Pritam Kotal: প্রীতম আবারও বুঝিয়ে দিলেন তিনি কেন সেরা

pritam kotal

এবারের ইন্ডিয়ান সুপার লীগ নিয়ে যত আলোচনা হচ্ছে তত উঠে আসছে প্রীতম কোটালের (Pritam Kotal) নাম।  রক্ষণভাগে ফুটবলার হিসেবে যথারীতি ভালো খেলছেন তিনি। সেই সঙ্গে আক্রমণ গড়ার ব্য়ালেরও প্রীতম অবদান রেখেছেন বলে পরিসংখ্যান থেকে জানা জানা যাচ্ছে।

Advertisements

আধুনিক ফুটবলে প্রত্যেক ফুটবলারকে সমানভাবে খেলতে হয়। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে বিন্যাস করা থাকলেও দলের প্রয়োজনে সবাইকে সব কিছু করতে হতে পারে। আক্রমণ গড়ার ক্ষেত্রে ডিফেন্ডার এমনকি একজন গোলকিপারের অবদানকেও এখন গণ্য করা হয়। আক্রমণের শুরু রক্ষণ থেকেই, এই কথা প্রমাণ করে দিয়েছেন প্রীতম কোটাল।

সরাসরি আক্রমণভাগের ফুটবলার না হয়েও পিছন থেকে গুরুত্বপূর্ণ বল বাড়ানোর ব্যাপারে তিনি অনেক নামীদামী বিদেশি ফুটবলারকে অবলীলায় টেক্কা দিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, কোটাল কেরালা ব্লাস্টার্স এফসির পক্ষে তার নিখুঁত পাসিং দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৩০ টি ফরোয়ার্ড পাস সম্পন্ন করে প্রীতম কোটাল এই ক্ষেত্রে অন্যান্য সমস্ত ডিফেন্ডারকে ছাড়িয়ে গিয়েছেন। কেরালা ব্লাস্টার্স এফসি-র গেম প্লেতে তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস দলের অন্যতম সম্পদ হয়ে উঠেছে।

Advertisements

অন্য পরিসংখ্যান অনুযায়ী চলতি ইন্ডিয়ান সুপার লীগে এখনও পর্যন্ত সবথেকে বেশি ইন্টারেসপসন করেছেন প্রীতম কোটাল। মোট ১৬ বার প্রতিপক্ষের আক্রমণে বাধ সেধেছেন। টুর্নামেন্টে অনেক নামীদামী বিদেশি ফুটবলার খেলছেন। তাদের মধ্যেও নিজের জায়গা ধরে রেখেছেন হিন্দ মোটরের এই ফুটবলার।