টাইগার শিকারের পরিকল্পনায় সূর্যরা, সম্ভাব্য একাদশে চমক

মরুদেশে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) দ্বৈরথ মানেই যেন উত্তেজনার নতুন সংজ্ঞা। যদিও অতীত পরিসংখ্যান বলছে, শক্তির বিচারে এই লড়াই একপেশে। তবু ক্রিকেটের অনিশ্চয়তা যে কোনও…

Prediction Playing XI of India vs Bangladesh in Asia Cup Super Four

মরুদেশে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) দ্বৈরথ মানেই যেন উত্তেজনার নতুন সংজ্ঞা। যদিও অতীত পরিসংখ্যান বলছে, শক্তির বিচারে এই লড়াই একপেশে। তবু ক্রিকেটের অনিশ্চয়তা যে কোনও মুহূর্তে বড় চমক দিতে পারে। সুপার ফোরের (Asia Cup Super Four) এই গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভারত (India Cricket News)। জয়ের ফলে ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে গম্ভীরের ছাত্রদের (Bengali Sports News)।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যতটা আলোড়ন তৈরি হয়। তার ঠিক পরেই যে ম্যাচটি এখন নজরে, তা হল ভারত বনাম বাংলাদেশ। অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, বড় আসরে বাংলাদেশ বহুবার চেষ্টা করলেও ভারতের কাছে বারবার হোঁচট খেয়েছে। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে, সে কথা জানেন সূর্যরাও।

   

ভারতীয় দলে কোনও বদলের সম্ভাবনা নেই। পাকিস্তান ম্যাচে যে দল খেলেছিল, সম্ভবত সেই দলই নামছে বাংলাদেশের বিরুদ্ধে। আগের ম্যাচে জশপ্রীত বুমরাহ তার চেনা ছন্দে ছিলেন না। তবে দলের অন্দরমহল থেকে স্পষ্ট বার্তা, খারাপ দিনে প্রশ্ন তোলা যায় না বুমরাহর মতো বিশ্বমানের বোলারকে নিয়ে। সূর্য নিজেই বলে দিয়েছেন, “বুমরাহ রোবট নয়, তারও খারাপ দিন যেতে পারে।”

অন্যদিকে, ভারতের স্পিন বিভাগের ধারাবাহিক সাফল্য দলের বড় শক্তি হয়ে উঠেছে। কুলদীপ যাদবের বোলিং দেখে খুশি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁকে এই দলের ‘এক্স-ফ্যাক্টর’ বলে উল্লেখ করেছেন। দুবাইয়ের গরম ও শুষ্ক পরিবেশে স্পিনারদের ভূমিকাই হতে চলেছে ম্যাচের ভাগ্যনির্ধারক। কুলদীপ, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলদের সামলানো বাংলাদেশের ব্যাটারদের জন্য সহজ হবে না।

ব্যাটিংয়েও টিম ইন্ডিয়া রয়েছে ফর্মে। অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদবের মতো ব্যাটাররা আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। ফলে, বাংলাদেশকে রুখতে গেলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে দ্রুত।

বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারত-বিরোধী হুংকার উঠে এলেও মাঠে তার প্রতিফলন খুব একটা দেখা যায় না। আইপিএলের পর ভারতীয় ক্রিকেট যে উচ্চতায় পৌঁছেছে, তাতে প্রথম একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটাররাও যে কোনও আন্তর্জাতিক ম্যাচে ম্যাচজয়ী হয়ে উঠতে পারেন। এটা ভারতের গভীরতা ও শক্তির অন্যতম প্রমাণ।

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কেও সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বেড়েছে। তবে সূর্যরা তাতে কান দিতে নারাজ। তাঁদের লক্ষ্য মাঠে নেমে নিজেদের কাজটা নিখুঁতভাবে শেষ করা। ফলে, বড় কোনও অঘটন না ঘটলে বুধবারই এশিয়া কাপের ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ তখন শুধুই নিয়মরক্ষার।

Advertisements

ভারতের সম্ভাব্য দল:

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী

বাংলাদেশর সম্ভাব্য দল:

সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

Prediction Playing XI of India vs Bangladesh in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News