Mohun Bagan: আইএসএলে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ

Mohun Bagan Supergiants

আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লীগ অভিযান শুরু করবে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার পাঞ্জাব এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে আইএসএল চ্যাম্পিয়ন দল। মেরিনার্স তাদের আইএসএল প্লে অফ শিরোপা রক্ষা করার জন্য চলতি মরসুমে লড়াই চালাবে। সেই সঙ্গে আসন্ন সংস্করণে লীগ পর্ব জয়ের ব্যাপারেও মুখিয়ে থাকবে মোহন বাগান সুপার জায়ান্ট।

কলকাতার হেভিওয়েটরা লীগের অন্যতম তারকা বহুল স্কোয়াড গঠন করেছে। তাদের প্রায় প্রতিটি পজিশনে ভালো মানের একাধিক ফুটবলার রয়েছেন। ফলে হেড কোচ হুয়ান ফেরান্ডোর পক্ষে প্রথম একাদশ নির্বাচন করা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই বাহুল্য। ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে বাগান। আগামী দিনে মোহন বাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ কেমন হতে পারে সে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে ক্লাব সমর্থকদের মধ্যে।

   

মোহন বাগান সুপার জায়ান্টের সম্ভাব্য প্রথম একাদশ:-
গোলকিপার: বিশাল কাইথ।
ডিফেন্ডার: আশীষ রাই, আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, শুভাশীষ বসু।
মিডফিল্ডার: অনুরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, দিমিত্রি পেত্রাতস, মনভির সিং, হুগো বুমোস।
আক্রমণে: জেসন কামিন্স।

ইতিমধ্যে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন আশিক কুরিনিয়ন। উইংয়ে বাড়তি দায়িত্ব থাকবে মনভির সিং এবং লিস্টন কোলাসোর ওপর। মাঝমাঠে একের পর এক অপশন হুয়ানের কাছে রয়েছে। আক্রমণে আর্মান্ডো সাদিকুর কথা ভুললে চলবে না। এছাড়া বাড়তি ডিফেন্ডার হিসেবে রয়েছেন ব্র্যান্ডন হামিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন