India tour: পেট খারাপ হওয়ার ভয়ে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে ভারতে আসছে ইংল্যান্ড

England to Bring Personal Chef to India Tour

ইংল্যান্ড ক্রিকেট দল (England cricket team) এই মাসের শেষের দিকে ভারত সফরে (India tour) আসবে। এই সফরের জন্য তারা একজন ব্যক্তিগত শেফ বা রাঁধুনি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। ১৮ মাস আগে পাকিস্তান সফরের জন্যও একই কাজ করেছিল দল ইংল্যান্ড।সেখানে তারা তিন সপ্তাহে তিনটি টেস্ট খেলেছিল। খবরে বলা হয়েছে, সাত সপ্তাহের সফরে খেলোয়াড়রা যাতে অসুস্থ না হন, সে জন্য ইংল্যান্ড তাদের নিজস্ব শেফকে নিয়ে যাবে।

Advertisements

খবরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইংল্যান্ড জোর দিয়ে বলেছে যে এর (এই পদক্ষেপের) সাথে আয়োজক দেশের হোটেলের ওপর বিশ্বাস না করার কোনও সম্পর্ক নেই। এবং এর পরিবর্তে খেলোয়াড়রা, বিশেষত যারা মশলাদার খাবার খেতে পছন্দ করেন না তারা এনার্জি বার এবং পিৎজা দিয়ে পেট না ভরিয়ে পুষ্টিকর খাবারের সুবিধা পাবে।’

Advertisements

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্টের আগে শেফ দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তান সফরে থ্রি লায়ন্স ৩-০ ব্যবধানে জয়ী হওয়ার পর খেলোয়াড়রা ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পর একজন ব্যক্তিগত শেফকে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মনে রাখতে হবে, ২০২২ সালে পাকিস্তান সফরের সময় ইংলিশ শিবির খাবারে সমস্যার কথা শোনা গিয়েছিল। যার কারণে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী উইকেটরক্ষক হিসেবে অলি পোপকে মাঠে নামিয়েছিল ইংল্যান্ড।