মোহনবাগান বনাম ওড়িশা এফসি ( Mohun Bagan vs Odisha FC) ম্যাচ শুরু হওয়ার আগেই ছড়াল বিতর্ক (Pre-Match Controversy)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট প্রবেশ করল ফাইনালে।
আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে ভুবনেশ্বরে গিয়ে হেরেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে ওড়িশা এফসি জিতেছিল ২-১ গোলে। দুই দলের মধ্যে এক গোলের পার্থক্য।
প্রথম লেগের সেমিফাইনালের ফলাফল অনুযায়ী মোহনবাগানকে এখন অন্তত দু’টি গোল দিতেই হবে। তবেই দুই লেগের ফলাফলের হিসেবে এগিয়ে
থাকতে পারবে দল, যেতে পারবে চলতি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসির এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে দুই পক্ষেরই সমর্থকরা।
Script leaked @mohunbagansg @IndSuperLeague ? pic.twitter.com/ih36vtmh4n
— 𝗔𝘀𝗵𝗵. 🇵🇸 (@Fatbatman08) April 28, 2024
মোহনবাগানের পক্ষ থেকে ছাড়া সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে ‘সোল্ড আউট’ । যুবভারতীর গ্যালারি ভরানোর জন্য অপেক্ষা করছেন সবুজ মেরুন সমর্থকরা। ম্যাচের ফল কী হতে পারে সেই ভেবে উৎকণ্ঠা। এরই মধ্যে ভাইরাল হচ্ছে এই ছবি। মোহনবাগান-ওড়িশা এফসির ম্যাচের আগেই নাকি “Mohun Bagan Super Giant Qualifies for The Final”! যদিও এই ছবির সত্যতা কতটা সে ব্যাপারেও অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এটাও বলছেন, ‘হয়তো টেস্টিং চলছিল, তখনই কেউ ছবি তুলে পোস্ট করে দিয়েছে। ওড়িশা এফসির জন্যও হয়তো এমনটা লেখা রয়েছে।’
