ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের (IPL 2024 Auction) আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে ট্রায়ালে বোলিং করতে দেখা গেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের প্রাক্তন লেগ স্পিনার শ্রেয়াস গোপালকে। গোপাল একজন ভাল আইপিএল পারফর্মার ছিলেন তবে আইপিএল ২০২৩ এর জন্য এখন নতুন দলের সন্ধানে রয়েছে। এখন থেকে ভারতের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরে আসার জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন।
শ্রেয়াস গোপাল ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন। তবে কেবল মাত্র সীমিত কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর ২০১৮ সালে রাজস্থান রয়্যালস গোপালকে দলে নেয়। ২০১৯ মরসুমে ১৯ টি উইকেট নিয়ে চমক দিকেও ২০২০ এবং ২০২১ সালে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে দল থেকে রিলিজ করে দেওয়া গাকে।
২০২২ সালে শ্রেয়াস গোপালকে সানরাইজার্স হায়দ্রাবাদ তার বেস প্রাইসে ২০২২ সালের নিলামে বেছে নিয়েছিল, তবে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর থেকে গোপাল ভারতের ঘরোয়া ক্রিকেটে সাফল্য অর্জন করেছেন। এ বছর কেরেলার হয়ে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টে মাত্র সাত ম্যাচে ১২ উইকেট নিয়েছেন।
নিজেকে শীর্ষ ভারতীয় আনক্যাপড বোলারদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করতে গোপালকে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে দেখা গিয়েছে। নিলামের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে ট্রায়াল দিয়েছেন গোপাল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
Shreyas Gopal attended RCB trials ahead of the auction.pic.twitter.com/EgjYTsDwyK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 15, 2023