সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কয়েক সিজন ধরে যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলে আসছেন জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গতবার খালিদ জামিলের তত্ত্বাবধানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল এই ফুটবল দলকে। সেবার ডুরান্ড কাপে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছিল ইস্পাত নগরীর এই ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়াকে। যা নিঃসন্দেহে ছিল বড় চমক।
Also Read | Jamshedpur FC: হুয়ানের নর্থইস্ট বধ করেই বাগানকে চ্যালেঞ্জ জানাবে খালিদের দল?
তারপর পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব। যারফলে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের অনেকটাই নেমে আসতে হয়েছিল আইএসএলের এই দলকে। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় লেগে বদলে গিয়েছিল সমস্ত হিসাব নিকাশ। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল জর্ডান মারিরা। তারপর অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের।
Also Read | জামশেদপুর এফসির এই উইঙ্গারকে টেনে নিল কালিকট এফসি
সেই ধারাবাহিকতা বজায় রেখে হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে স্থান করে নিয়েছিল খালিদ জামিলের ছেলেরা। কিন্তু সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগের প্রথম লেগের সেমিফাইনালে তাঁদের টেক্কা দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় লেগে তা ধরে রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল জামশেদপুর। তারপর কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি। ট্রফি জয়ের ম্যাচে দল পরাজিত হয়েছিল বোরহা হেরেরাদের এফসি গোয়ার কাছে।
Also Read | জামশেদপুর এফসি’র শীর্ষ ১০ ফুটবল মহারথী
সেই হতাশা ভুলে এবারের সুপার কাপে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর জামশেদপুর। সেইমতো এবার দলের দায়িত্ব এসেছেন স্টিভেন ডায়াস। তাঁর নির্দেশ মেনেই দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে রক্ষণভাগে বিশেষ নজর দিয়েছে জামশেদপুর। পূর্বেই সার্থক গোলুইকে চূড়ান্ত করেছে আইএসএলের এই দল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রতীক চৌধুরীর নাম। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়ে দিয়েছে জামশেদপুর। যারফলে আগামী দুইটি মরসুমে ও এই দলের হয়ে খেলতে পারেন এই সেন্টার ব্যাক।