ক্লাবের ডিফেন্স’কে শক্তিশালী করতে আগামী মরশুমের জন্য প্রতীক চৌধুরীকে (Jamshedpur FC) দলে নিলো জামশেদপুর এফসি।এর আগে অবশ্য জামশেদপুর এফসি’তে ছিলেন প্রতীক,২০১৮-১৯ মরশুমে।দীর্ঘ তিন বছর বাদে ফের নিজের পুরনো ক্লাবে ফিরলেন তিনি।
ক্লাবের সাথে চুক্তি মেটার পর প্রতীক জানিয়েছেন, “আমার কাছে এখানে আশাটাই স্বাভাবিক।জামশেদপুরে ফিরে মনে হলো বাড়ি ফিরলাম।এখানে বিপুল পরিমাণ সমর্থক আছে।আমি এবছর লিগ উইনার্স শিল্ড ডিফেন্ড করার দায়িত্ব নিতে চাই।কোচ এডি বুথরয়েডের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
আইএসএলে এখনও অবধি ৭৬ টা ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।জন্মসূত্রে মুম্বইকার এই ফুটবলার,কেরিয়ার শুরু করেন Bank of India এবং Union Bank of India তে।এরপর আইলিগে এয়ার ইন্ডিয়ার হয়ে ২০১১ সালে খেলেছিলেন তিনি।আইএসএলে কেরালা ব্লাস্টার্স,মুম্বই এফসি,দিল্লি ডায়নামো এবং জামশেদপুর এফসি’তে খেলেছিলেন তিনি।এর আগে ২০১৮-১৯ মরশুমে জামশেদপুরের লিগের পঞ্চম স্থানে শেষ করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।