জাতীয় গেমসের (National Games) শেষ দিনে বাংলার আ্যথলেটদের দুরন্ত পারফরমেন্সে পদক তালিকায় দেশে আট নম্বরে শেষ করল পশ্চিমবঙ্গ।
উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮ তম জাতীয় গেমসের শেষ দিনে টেবল টেনিসের মিক্সড ডাবলস ফাইনালে মহারাষ্ট্রের জুটিকে ৩-২ ব্যাবধানে হারিয়ে সোনা জিতলেন ঐহিকা মুখোপাধ্যায় ও অনির্বাণ ঘোষ। ম্যাচের প্রথম দুটি গেমে ১০-১২ ও ৬-১১ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন ঐহিকারা। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দু’টি গেম ১১-৭, ১১-৮ পয়েন্টে জেতেন তাঁরা। সেই আত্মবিশ্বাসে ভর করেই শেষ এবং নির্ণায়ক গেমে ১১-২ পয়েন্টে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পোডিয়াম শীর্ষে শেষ করেন তাঁরা।
আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত প্রতিযোগিতায় বিম বার ইভেন্টের ফাইনালে ১১.৩৬৭ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন ঋতু দাস। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত প্রতিযোগিতায় ফ্লোর এক্সারসাইজের ফাইনালে ১১.৮৬৭ পয়েন্ট স্কোর করে চলতি জাতীয় গেমসে নিজের তৃতীয় সোনাটি জেতেন প্রণতি দাস। ইতিমধ্যেই এবারের জাতীয় গেমসে বাংলার নতুন তারকা হয়ে উঠেছেন জয়নগরের প্রণতি।
এবারের জাতীয় গেমসে সব মিলিয়ে ১৬টি সোনা, ১৩টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ সহ মোট ৪৭টি পদক জিতেছে পশ্চিমবঙ্গ। পদক তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, মহারাষ্ট্র এবং হরিয়ানা।