
বর্তমানে ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্লাব ফুটবল (Indian Football)। জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের দরুন ফিফা তালিকায় এসেছে বিপর্যয়। সেইসাথে অনিশ্চয়তার মধ্যে রয়েছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। গতবছর পরিকল্পনা মাফিক সমস্ত কিছু আয়োজিত হলেও এবার পরিস্থিতি একেবারেই আলাদা। চলতি মাসের শুরুতেই এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। যারফলে আদৌও কবে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ সহ দেশের অন্যান্য ফুটবল টুর্নামেন্ট গুলি সেটা এখনও স্পষ্ট নয়। যারফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে ক্লাব গুলি। ইতিমধ্যেই দায়িত্ব ছেড়ে অন্যত্র যোগ দিতে দেখা গিয়েছে ফুটবলার সহ একাধিক দলের দায়িত্ব প্রাপ্ত কোচদের।
এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এই নিয়ে একের পর এক বৈঠক আয়োজিত হলেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। গত কয়েকদিন আগেই আইএসএলের ক্লাব জোটের তরফে ফেডারেশনে বিশেষ চিঠি প্রেরন করেছিলেন বিনয় চোপড়া। যদিও তাঁর চিঠির উত্তর দিতে দেরি করেনি এআইএফএফ। অবশেষে ফের আইএসএলের ক্লাব গুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এসবের মাঝেই ভারতীয় ফুটবল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এআইএফএফ এর প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল। বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি পোস্ট করেন তিনি।
যেখানে লেখেন, ‘ ভারতীয় ফুটবল সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, আইএসএল এবং আই-লিগের দ্রুত সূচনা খেলোয়াড়, ক্লাব এবং সমর্থকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যা স্বচ্ছতা ও স্থিতিশীলতা প্রদান করবে। এটি ফুটবল অঙ্গনে গতি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও সাহায্য করবে। লিওনেল মেসির সাম্প্রতিক সফর ভারতে ফুটবলকে ঘিরে উত্তেজনা ও উন্মাদনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এই নতুন করে জেগে ওঠা জনস্বার্থকে কাজে লাগাতে হবে সময়োপযোগী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে, যা আমাদের ঘরোয়া লিগ এবং কাঠামোকে শক্তিশালী করবে।’
তিনি আরো লেখেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ভারতীয় ফুটবলের সর্বোত্তম স্বার্থে সমস্ত অংশীদাররা একসাথে কাজ করবে যাতে লিগ গুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয়।’
Indian football has always been close to my heart. At this crucial juncture, the early commencement of the ISL and the I-League will provide much-needed clarity and stability to players, clubs, and fans alike. It will also help restore momentum and confidence within the football…
— Praful Patel (@praful_patel) December 17, 2025










