নতুন মরসুমের আগে হচ্ছে একাধিক জল্পনা। কোন ফুটবলার কোন ক্লাবে যোগ দিতে পারেন সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা চলছে জোর তালে। প্রবীর দাসকে (Prabir Das) নিয়েও রয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবে খেলবেন প্রবীর? এ ব্যাপারে মিলল আভাস।
Pritam Kotal: প্রীতম কোটালকে নিয়ে বড় আপডেট, এই ক্লাবের হয়েই খেলবেন
প্রাক মরসুম প্রস্তুতির জন্য স্কোয়াড ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এই স্কোয়াডে প্রবীর দাসের নাম রয়েছে।
প্রাক মরসুম প্রস্তুতির জন্য কেরালা ব্লাস্টার্স স্কোয়াড:-
গোলরক্ষক- মহম্মদ আরবাজ, নোরা ফার্নান্দেজ, সোম কুমার।
ডিফেন্ডার- সন্দীপ সিং, মাইলোস ড্রিংকিক, হরমিপাম রুইভা, নওচা সিং, প্রীতম কোটাল, প্রবীর দাস, আইবান, মহম্মদ সাহিফ।
মিডফিল্ডার- মহম্মদ আজহার, মহম্মদ ইয়ামিন,জিকসন সিং, ড্যানিশ ফারুক, ভিবিন মোহানন, ফ্রেডি, নেইম্বা মেইতেই।
ফরোয়ার্ড- আদ্রিয়ান লুনা, নোয়া সাদাউ, জোসুয়া সিতিরিও, কোয়ামি পেপরা, রাহুল কেপি, মিরান্ডা, মহম্মদ আজশল, সৌরভ, বিকাশ সিং, লালথানমাওয়াইয়া, শ্রীকুত্তন এমএস।
Mohun Bagan: কাউকোর বদলে মোহনবাগানে ডেল পোজো?
The squad has assembled and we’re ready for Thailand! 🇹🇭 Let’s get this preseason started! 👊🏼
Read More 🔗 : https://t.co/8HMQK45JWk#KBFC #KeralaBlasters #BlastersInThailand pic.twitter.com/mOG2dJOSIN
— Kerala Blasters FC (@KeralaBlasters) July 3, 2024
গত মরসুমে প্রবীরের কাছ থেকে পাওয়া যায়নি প্রত্যাশা মতো পারফরম্যন্স। জড়িয়ে পড়েছিলেন বিতর্কে। এরপরেই জল্পনা শুরু হয়েছিল তিনি নতুন কোনো দলে যোগ দিতে পারেন কি না? আপাতত এই জল্পনা অনেকটাই মিটল। পুরনো দলের সঙ্গেই থাকছেন প্রবীর।