কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর প্রসঙ্গে বিষ্ফোরক প্রবীর দাস

বিগত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা ফুটবল লিগ ( Calcutta Football League)। খাতায় কলমে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হিসেবে…

prabir das mumbai city fc

বিগত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা ফুটবল লিগ ( Calcutta Football League)। খাতায় কলমে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হলেও সেই নিয়ে ও দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। এবার এই ফুটবল টুর্নামেন্টে ভূমিপুত্র খেলানো নিয়ে উঠে আসলো নয়া তথ্য। আইএফএ’র বৈঠক অনুযায়ী আগামী সিজন থেকে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে প্রথম একাদশে পাঁচজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি ক্লাবের ক্ষেত্রে। আগের মরসুম পর্যন্ত এক্ষেত্রে চারজন ফুটবলারকে প্রথম একাদশে রাখার নির্দেশ থাকলেও এবার বেড়েছে সেই সংখ্যা। ‌

পাশাপাশি প্রতিটি ক্লাব বা প্রতিটি দল ৪০ জন ফুটবলারের যে তালিকা পাঠাবে। তার মধ্যে কমপক্ষে ১৫ জন ভূমিপুত্রকে রাখতে হবে এই তালিকায়। এক্ষেত্রে বাঙালি খেলোয়াড় ছাড়াও বাংলার বুকে দীর্ঘদিন বসবাসকারী নয়া প্রতিভাদের সুযোগ দেওয়ার স্পষ্ট উল্লেখ রয়েছে। সেই নিয়েই এবার সরব হলেন বাঙালি তারকা প্রবীর দাস (Prabir Das)। গতকাল নিজের ফেসবুক লাইভের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা নয়া প্রতিভাদের চাওয়া পাওয়া, আশা,হতাশার মত বিষয়গুলি নিয়ে মুখ খোলেন এই ফুটবলার।

   

পাশাপাশি লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ” বাঙালির রক্তে ফুটবল। আর বাঙালি ছাড়া বাংলার ফুটবল ভাবা যায় না। আগের বাঙালি খেলোয়াড় পূর্ন কলকাতা লিগ-এ এখন বাঙালি খেলোয়ার খেলানোর সংখ্যা রীতিমতো বাধ্যতায় এসে দাড়িয়েছে। মাত্র ৫টি বাঙালি প্লেয়ার খেলানোর নির্দেশ দিলো আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমাদের কাছে লজ্জার। আমার ভিডিও টা আজ সেই সব কিছুর জন্যই আমরাও বাঙালি আমরা বাংলা থেকে পরিশ্রম করেই আজ এতো বড়ো হয়েছি। আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। আজ সেই সুযোগটার জন্য সবাইকে একসাথে লড়াই করতে হবে। প্রতিটা বাঙালি খেলোয়াড় প্রতিটি কোচকে এক হতে হবে। এটার বিরুদ্ধে যে এবছরের সিএফএল থেকেই অন্তত ৭টা বাঙালি খেলাতে হবে যাতে তারা নিজেকে প্রমাণ করতে পারে।

আরও লেখেন, ” আমি বাঙালি আমি বুঝি ছেলেদের আবেগ তাঁদের পরিশ্রম। এদের একটু সুযোগ দিলেই এরা অনেক কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। সবশেষে এটাই চাওয়া সঠিক ফুটবলটা ফিরে পাক সব বাঙালি।” তাঁর এমন পোস্ট সহজেই মন জয় করেছে বাংলার সকল ফুটবলপ্রেমী মানুষদের।