সুপার কাপের পর দল ছাড়তে পারেন তিন ফুটবলার, নজরে বহু ক্লাব

বর্তমানে অন্তিম পর্বে এসে পৌঁছেছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সুপার সিক্স শুরু হওয়ার পর ইতিমধ্যেই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গিয়েছে‌ নর্থইস্ট ইউনাইটেড এবং…

Prabir Das, Hitesh Sharma, Sahil Panwar

বর্তমানে অন্তিম পর্বে এসে পৌঁছেছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সুপার সিক্স শুরু হওয়ার পর ইতিমধ্যেই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে গিয়েছে‌ নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফসি। গত নক আউট ম্যাচে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। আগের মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল দেশের বানিজ্য নগরীর ফুটবল দল। কিন্তু এবার ছিটকে যেতে হল প্রথম রাউন্ডে। সেটা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।

Also Read | আই-লিগে ‘নিষিদ্ধ’ ফুটবলার খেলানো নিয়ে বিতর্কে নামধারী-এসসি বেঙ্গালুরু

   

দলের এমন খারাপ পারফরম্যান্সের জন্য যথেষ্ট হতাশ সমর্থকরা। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছে সকলে। দেশের এই প্রথম ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স না থাকলেও কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দিতে মরিয়া রণবীর কাপুরের এই ফুটবল দল। সেই মতো বেশ কিছু বদল দেখা যেতে চলেছে দলের অন্দরে। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবারের মরসুমের শেষে দল ছাড়তে পারেন তিন তারকা ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন সাহিল পানোয়ার, প্রবীর দাস এবং হিতেশ শর্মা।

Advertisements

Also Read | সুপার কাপে কেরালাকে চ্যাম্পিয়ন করতে কাতালার কৌশলগত পরিবর্তন!

যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। তবে এই তিন ফুটবলার দল ছাড়লে একাধিক তরুণ ফুটবলারকে দেখা যেতে পারে দলের জার্সিতে। চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্স থেকে লোন ডিলে পেট্র ক্র্যাটকির ফুটবল টিমে যোগদান করেছিলে? এই ভারতীয় তারকা। দলের হয়ে খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। কিন্তু এবার হয়তো পুরনো ক্লাবে ফিরতে পারেন তিনি। একইভাবে এই সিজনের শুরুতে ওডিশা এফসি থেকে মুম্বাইয়ে যোগদান করেছিলেন হিতেশ শর্মা। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

কিন্তু এবার হয়তো মুম্বাইকে বিদায় জানাতে পারেন এই ভারতীয় ডিফেন্ডার। সেইমতো তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত আদৌ তিনি দল ছাড়েন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।