আপাতত সাময়িক বিরতি। নতুন মরশুম শুরু হওয়ার আগে অবসর যাপন। এই ফাঁকে নিজের ইউ টিউব চ্যানেলে মন দিয়েছেন প্রবীর দাস (Prabir Das)।
প্রবীর দাস শুধু একজন ভালো ফুটবলারই নন, একজন ভালো ইউটিবারও বটে। তাঁর ইউটিউব চ্যানেলের নাম Prabir Das lifestyle। সেখানে নিজের বিভিন্ন মুহূর্তের ঘটনার ভিডিও পোস্ট করেন তিনি।
প্রবীরের সম্প্রতিতম ভিডিওটি অবশ্য বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়। আপাতত ফুটবল ছেড়ে নিজের মতো করে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। সেই ফাঁকে চা খাওয়া, গাছ থেকে আম পাড়ার মতো কাজ করলেন তিনি।
জাতীয় ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রবীর। কিন্তু নিজের অতীতকে বা বেড়ে ওঠার দিনগুলোকে এখনও ভোলেননি। পাঁচ তারা হোটেলের আমেজ পেয়েও ভোলেননি রাস্তার ধারের চায়ের দোকানকে। মাসির দোকানে মাটির ভাঁড়ে খেলেন গরম গরম চা। ছুটির বেলায় এভাবেই দিন যাপন করলেন প্রবীর দাস।