গুরু অসুস্থ। হাসপাতালে ভর্তি। ছুটে গিয়েছেন ছাত্র প্রবীর দাস (Prabir Das)। সঙ্গে নিয়ে গিয়েছেন প্রিয় বন্ধু রয় কৃষ্ণাকে (Roy Krishna)।
বেঙ্গালুরু ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন প্রবীর দাস। ডুরান্ড কাপে মাঠে নেমেছেন তাঁর নতুন দলের হয়ে। ভালো খেলেছেন। সুনীল ছেত্রীর পিছনে রেখেছেন অবদান। জিতেছে দল। খেলা ৯০ মিনিটের। মাঠের বাইরে অনেকটা সময় ফুটবলারের নিজস্ব। সেই ফাঁকে হাসপাতালে ছুটে গিয়েছেন প্রবীর দাস।
সোশ্যাল মিডিয়ায় ছোটোবেলার ফুটবল শিক্ষকের সঙ্গে ছবি শেয়ার করেছেন প্রবীর। অসুস্থ গুরুকে দেখে মন প্রবীরের মন খারাপ। তবুও হাসি মুখে স্যারের পাশে দাঁড়িয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন রয় কৃষ্ণাকে। এটিকে মোহন বাগানের পর আবারও একই দলের হয়ে খেলছেন দু’জনে।
স্যার এবং কৃষ্ণার সঙ্গে তোলা ছবি পোস্ট করে বঙ্গ সন্তান লিখেছেন, “আমার গুরু (কাকু, কোচ) যিনি আমাকে ফুটবল খেলতে শিখিয়েছিলেন, তাঁর স্বাস্থ্য সম্প্রতি খুব একটা ভালো যাচ্ছে না। ওনার দ্রুত আরোগ্য কামনা করার জন্য সবাইকে অনুরোধ করছি । নতুন ক্লাবে আমার অভিষেক এবং প্রথম জয় আপনাকে উৎসর্গ করলাম স্যার। আজ ফুটবলার হিসেবে এবং একজন মানুষ আমি যতটুকু তার কৃতিত্ব আপনার। আপনি আমাকে যে জ্ঞান ও মূল্যবোধ শিখিয়েছেন তার জোরেই আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি। অনেক ভালোবাসা রইল।”