Mohun Bagan: কামিন্সকে রিজার্ভে রেখেই প্রথম একাদশ বাগানের, কারা থাকছেন?

কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেই দিকেই নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের।…

Mohun Bagan Brigade

কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। এখন সেই দিকেই নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। এই ম্যাচে জয় পেলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ডের খেতাব উঠে আসবে তাদের হাতে।

Advertisements

অন্যদিকে, গতবারের মতো এবারও শিল্ড জয় করতে চাইবে মুম্বাই। তবে লড়াইটা যে খুব একটা সহজ নয় তা ভালোমতোই জানেন সকলে। কিন্তু গত কয়েক ম্যাচের পর আজ দলের দাগ আউটে থাকতে চলেছেন হাবাস। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস তৈরি করবে বাগান ফুটবলারদের মধ্যে। ‌

   

বলতে গেলে আজ জয় ছাড়া কিছুই ভাবছেন না বাগান কোচ। সেইমতো নিজেদের শক্তিশালী একাদশ তৈরি করেছেন তিনি। আগের মতই আজ দলের তিনকাঠি সামাল দেবেন বিশাল কায়েথ। পাশাপাশি দলের রক্ষণভাগে থাকছেন অধিনায়ক শুভাশিস বসুর পাশাপাশি জাপানি তারকা হেক্টর ইউৎসে এবং আনোয়ার আলী।

আজ কিছুটা উপরে থেকে শুরু করবেন তরুণ তারকা অভিষেক সূর্যবংশী এবং বিদেশী ফুটবলার জনি কাউকো। এছাড়াও দুই উইং থেকে আক্রমণ শানাবেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। সেইসাথে আপফ্রন্টে থাকছেন দিমিত্রি পেত্রাতোস ও অনিরুদ্ধ থাপা।

এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। আজ এই ফুটবলারের দিকেই নজর থাকবে সকলের। আজ রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করবেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। তার সাথে আজ রিজার্ভ বেঞ্চে থাকছেন ব্রান্ডন হ্যামিল, নামতে, দীপক টাংড়ি এবং সুহেল ভাটের মতো ফুটবলাররা।