দিনকয়েক আগেই শেষ হয়েছে এবারের আইএসএল মরশুম। যেখানে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে ঘরের মাঠে পরাজিত করে খেতাব জয় করেছে মুম্বাইসিটি এফসি। যা নিঃসন্দেহে হতাশ করেছে বাগান সমর্থকদের। টুর্নামেন্টের শিল্ড জয়ের পাশাপাশি ট্রফি জেতার টার্গেট থাকলেও শেষ পর্যন্ত তা আর পূরন হয়নি। নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিয়ে আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য তাদের। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। যারফলে, এবার দল থেকে বাদ পড়তে পারেন একাধিক ফুটবলার। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলার রয়েছেন সেই তালিকায়।
যাদের মধ্যে উঠে আসতে শুরু করেছে আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু সহ জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে এবং অস্ট্রেলিয়ান তারকা ব্রান্ডন হ্যামিলের নাম। বলাবাহুল্য, এই ফুটবল সিজনে অনেকটাই অফ কালার থেকেছেন হ্যামিল। বিশেষ করে স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাস দলের দায়িত্ব গ্ৰহন করার পর থেকে আর সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি দলের এই অজি ফুটবলার।
এমনকি ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ও রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করতে হয়েছিল তাকে। সব দিক খতিয়ে দেখেই হ্যামিলকে ছাড়ার সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানেজমেন্ট। এছাড়াও এই তালিকায় রয়েছেন আর্মান্দো সাদিকু। মরশুমের শুরুতে তাকে নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা গেলেও সেভাবে সমর্থকদের মনে দাগ কাটতে পারেননি তিনি।
নিজের নামের প্রতি সুবিচার করতে না পারার দরুন এই দাপুটে ফরোয়ার্ডকে ছাড়ার পথে মোহনবাগান। সেক্ষেত্রে অন্য এক বিদেশি ফুটবলারকে দেখা যেতে পারে সবুজ-মেরুন জার্সিতে। অন্যদিকে, যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে। বুড়ো হাড়ের ভেল্কি একাধিকবার দেখেছে বাগান জনতা।
কিন্তু নতুন আইএসএল মরশুমের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে আরো শক্তিশালী দল গড়তে মরিয়া বাগান শিবির। সেক্ষেত্রে হেক্টরের বদলে দলে আসতে পারেন অন্যকোনো তারকা। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।