Asia Cup: ফাইনালে নামার আগেই ভারতের জন্য সুখবর

এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বিজেতা নির্ধারক ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা।

Asia Cup Final

short-samachar

এশিয়া কাপ ২০২৩-এর (Asia Cup) ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের বিজেতা নির্ধারক ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার তারকা স্পিনার মাহিশ টিকশান। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে এই চোট পেয়েছিলেন তিনি। ফিল্ডিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান পড়ে ছিল টিকশানের।

   

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল মাহিশ টিকশানকে। ইনজুরি সত্ত্বেও ৪২ ওভারের ম্যাচে নিজের নয় ওভারের স্পেল শেষ করেন তিনি। ৪২ রান খরচ করে নিজের নামের পাশে যুক্ত করেছিলেন একটি উইকেট। পাকিস্তানের ইনিংস চলাকালে ৩৯তম ওভারে দলের অন্য সদস্যদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি। মরণ বাঁচন ওই ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

দাসুন শানাকা ব্রিগেডের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় টিকসানার চোট শ্রীলঙ্কার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু মাদুশঙ্কা এবং লাহিরু কুমারার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোটের কারণে এশিয়া কাপে জায়গা করতে পারেননি। তবে ২০২৩ সালে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগেই এই খেলোয়াড়রা ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে শুক্রবার সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হারতে হয়েছে। চলতি টুর্নামেন্টে এটাই ভারতের প্রথম পরাজয়। ২৬৬ রানের টার্গেট দিলে ভারতের ইনিংস ৪৯.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায়। শুভমান গিল (১২১) সেঞ্চুরি করেন। এর আগে সুপার ফোর রাউন্ডে পাকিস্তানকে ২২৮ রানে এবং শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছিল ভারত।