শনিবার রাতে ফিফা ফুটবল বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল পর্তুগাল (Portugal) দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল দুর্বল আর্মেনিয়া (Armenia)। সম্পূর্ণ সময়ের শেষে ৫-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় রবার্তো মার্টিনেজের ছেলেরা। এদিন দলের হয়ে দুটি করে গোল করেন যথাক্রমে জোয়া ফেলেক্স এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবং একটি গোল করেন জোয়াও কানসেলো। বলাবাহুল্য, এই ম্যাচে গোল করে সেটি প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়াগো জোটাকে ও উৎসর্গ করেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। যা নজর কেড়েছে সকলের।
এদিন প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়েছিল গত নেশন্স কাপ জয়ীরা। এছাড়াও সুযোগ বুঝেই প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে ঘন ঘন শট নিতে শুরু করেছিলেন দলের ফুটবলাররা। স্বাভাবিকভাবেই ম্যাচের প্রথম কোয়ার্টারে এসেছিল গোল। মিনিট দশেকের মাথায় জোয়াও কানসেলোর বাড়ানো ক্রস থেকে হেডে গোল তুলে যান জোয়াও ফেলেক্স। তারপর ঠিক ২১ মিনিটের মাথায় পেদ্রোর অ্যাসিস্ট থেকে গোল করে যান সিআরসেভেন। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। তারপর ঠিক এগারো মিনিটের ব্যবধানে ফের গোলের মুখ খুলে ফেলছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।
তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক। যদিও শেষ রক্ষা হয়নি। ততক্ষণে দলকে তৃতীয় গোল এনে দিয়েছেন কানসেলো। প্রথমার্ধের শেষে তিনটি গোলের ব্যবধানে এগিয়েছিল পর্তুগাল (Portugal)ফুটবল দল। তারপর দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই দুরপাল্লার শটে গোল করে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যার কোনও জবাব ছিল না আর্মেনিয়ান (Armenia)ডিফেন্ডারদের কাছে। এরপর ম্যাচের পঞ্চম কোয়ার্টার শুরু হওয়ার এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে যান ফেলেক্স।