Sunday, December 7, 2025
HomeSports News১৩ দেশীয় আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব মহানগরে, জেনে নিন বিস্তারিত

১৩ দেশীয় আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব মহানগরে, জেনে নিন বিস্তারিত

- Advertisement -

আন্তর্জাতিক মঞ্চে ক্রীড়াক্ষেত্রে ভারতের (India) সাফল্যের কথা কারো অজানা নয় । ক্রিকেট থেকে হকি, সব খেলাতেই নিজেদের দাপট দেখিয়েছে ভারত। এ বার শুধু ভারত নয়, বিদেশের বিভিন্ন ক্রীড়া বিষয়ক সিনেমা (Sports Movies) এক ছাদের তলায় আসতে চলেছে একটি ফেস্টিভ্যালে।

ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল (International Sports Film Festival) অফ ইন্ডিয়াতে এমনটাই হতে চলেছে। ২০২৩ সাল থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। তৃতীয় বর্ষে এসে চমক হিসেবে সংযোজন একটি নতুন বিভাগ। এলজিবিটিকিউ প্লাস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস বিভাগেও দেখানো হবে অনেকগুলি সিনেমা। প্রকাশ্যে আসবে তাঁদের স্বীকৃতি পাওয়ার লড়াই ও সাফল্য।

   

১০ তারিখ রোটারি সদনে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই ফেস্টিভ্যালের। উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার এবং রাজ্যের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নন্দন-৩ সিনেমা হলে চলবে এই ফেস্টিভ্যাল। বেলা ১.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত প্রতিদিনই দেখানো হবে সিনেমাগুলি।

১৩টি দেশের মোট ২৪টি ক্রীড়া বিষয়ক সিনেমা থাকবে এই ফেস্টিভ্যালে। এর মধ্যেই প্রতিযোগিতামূলক বিভাগে রয়েছে ১৮টি সিনেমা, যেগুলি ভারতে প্রথম বারের জন্য বড় পর্দায় আসতে চলেছে। সেখানে ভারতের ৩টি সিনেমা ছাড়াও ইরান, অস্ট্রেলিয়া, জাপান, স্পেন এবং আমেরিকার সিনেমাও রয়েছে।

শনিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের সেক্রেটারি রঙ্গন মজুমদার।

তিনি বলেন, ‘নয়ডায় অবস্থিত স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানি ‘স্ট্রেট ড্রাইভ’-এর সহায়তায় কলকাতা ছাড়াও শিলিগুড়ি, লখনৌ, নয়াদিল্লি এবং পোর্ট ব্লেয়ারেও দেখানো হবে ২০২৪ ও ২০২৫ সালের পুরস্কারপ্রাপ্ত সিনেমাগুলি। এর নাম দেওয়া হয়েছে স্যাটেলাইট ফেস্টিভ্যাল।’

এই ফেস্টিভ্যাল শুরু হবে ইরানের সিনেমা ‘আলি ভার্সাস আলি’ দিয়ে এবং শেষ হবে বাংলা সিনেমা ‘দাবাড়ু’ দিয়ে। এ ছাড়াও ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিন প্রথমার্ধে দেখানো হবে এলজিবিটিকিউ স্পোর্টসের উপর তিনটি সিনেমা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খো খো বিশ্বকাপে ভারতের সোনাজয়ী দলের সদস্য সুমন বর্মণ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular