আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের অসুবিধা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজির এক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সুরাট পুলিশ।
গত ২০ ফেব্রুয়ারি গভীর রাতে আত্মহত্যা করেন সুরাটের বিখ্যাত মডেল তানিয়া সিং (Tania Singh)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার আগে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) শেষবারের মতো ফোন করেছিলেন তানিয়া সিং। ঘটনার পর এবার অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সুরাট পুলিশ।
জানা যায়, ২০ ফেব্রুয়ারি দেরিতে বাড়ি পৌঁছেছিলেন তানিয়া সিং। আত্মহত্যার আগে শেষবার অভিষেক শর্মার সঙ্গে ফোনে কথা হয় তাঁর। যার জেরে অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। তানিয়া সিংয়ের ফোনালাপের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রেমের সম্ভাব্য সম্পর্কের কথা মাথায় রেখেই তানিয়া সিং ও অভিষেক শর্মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে এমনটাও দাবি করা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই দুজনের মধ্যে যোগাযোগ ছিল না। ২০১৯ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ওপেনার অভিষেক শর্মা। এখনও পর্যন্ত আইপিএলে ৪৭টি ম্যাচ খেলেছেন, করেছেন ৮৯৩ রান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার জন্য তিনি পান সাড়ে ছয় কোটি টাকা।
🚨 SRH cricketer Abhishek Sharma has been summoned by Surat Police after model Tania Singh's suicide. Police suspect a possible love affair and are examining Tania's call details. Though there's no recent contact between her and Sharma, their friendship prompts his questioning. pic.twitter.com/2am4VOukCz
— Vipin Tiwari (@Vipintiwari952_) February 21, 2024
২৮ বছরের তানিয়া সিং ছিলেন সুরাটের বিখ্যাত মডেল। শোনা যায়, অভিষেক শর্মা ও তানিয়া সিংয়ের প্রথম দেখা হয় একটি ম্যাচ চলাকালীন। অভিষেক শর্মা সেখানে একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন। এরপরই দু’জনের বন্ধুত্ব হয়। তানিয়া সিং ফ্যাশন ডিজাইনিং ও মডেলিংয়ের কাজ করতেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১০ হাজারেরও বেশি।