ঘরোয়া লিগে ডার্বি জয়ের এক ম্যাচ পর গ্রুপ শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। কিন্তু পুলিশের কড়া প্রতিরোধে সেই আশায় জল ঢেলে মাঠ ছাড়তে হল বিনো জর্জের দলকে। রবিবাসরীয় লড়াইয়ে বারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পুলিশ অ্যাথলেটিকের কাছে ০-২ গোলে পরাজিত হল লাল-হলুদ ব্রিগেড।
কলকাতা লিগ ২০২৫ নিজের দুর্দান্ত ছন্দ বজায় রাখল পুলিশ এসি। মরসুমের শুরুতেই মোহনবাগানকে হারিয়ে চমক দেখিয়েছিল। এদিনের জয় যেন তারই ধারাবাহিকতা। আবারও গোল পেলেন সেই মহম্মদ আমিল নঈম। তার পেনাল্টি থেকেই ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পুলিশ।
প্রথমার্ধে গোল শোধে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। কিন্তু মাঝমাঠ থেকে সঠিক বল জোগান না পেয়ে ছন্দ হারিয়ে ফেলেন ফরোয়ার্ডরা। পুলিশ এসির অভিজ্ঞ রক্ষণভাগ ভাঙা সহজ ছিল না মশাল ব্রিগেডের সামনে। সুরজিৎ শীল, ফয়জল আলি এবং উইলিয়ামের মতো খেলোয়াড়দের নেতৃত্বে গোটা দল যেন ইস্টবেঙ্গলের আক্রমণ রুখে দেয় ব্যারিকেড তুলে।
দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই গোল পরিশোধ করতে মরিয়া ছিল লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু তখনই ঘটে ছন্দপতন। ৭৫ মিনিটে পুলিশের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন মৃন্ময় মহাপাত্র। ০-২ পিছিয়ে গিয়ে একপ্রকার মনোবল হারায় ইস্টবেঙ্গল। শেষ দিকে কিছুটা গতি বাড়ালেও পুলিশের রক্ষণের ব্যারিকেড ভাঙা আর সুযোগ দেয়নি।
এদিনের ম্যাচ জিতে গ্রুপ ‘এ’ শীর্ষে পৌঁছাল পুলিশ অ্যাথলেটিক ক্লাব। ৭ ম্যাচ খেলে পয়েন্ট দাঁড়াল ১৪। অন্যদিকে ম্যাচ হেরে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে চতুর্থ স্থানে নামল ইস্টবেঙ্গল। চলতি কলকাতা লিগে পুলিশ ইতিমধ্যে বড় দলের বিরুদ্ধে ধারাবাহিক সাফল্য পাচ্ছে। মাঠে দলগত সংহতি ও ট্যাকটিক্সে তারা যে অনেকটাই এগিয়ে, তা এদিন আরও একবার প্রমাণ করল।