East Bengal: “প্লে অফে…” মুম্বই ম্যাচের আগে বিস্ফোরক ক্লেন্টন

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর নতুন করে আশা ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) । ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva) মনে করছেন সবকিছু ঠিকঠাক থাকলে…

East Bengal Brazilian Footballer cleiton silva wil be joined Odisha FC

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের পর নতুন করে আশা ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) । ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva) মনে করছেন সবকিছু ঠিকঠাক থাকলে তারা আইএসএলের প্লে-অফে জায়গা পেতে পারেন।এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তারা প্রতিটি ম্যাচ একে একে পরিকল্পনা করে খেলতে চান।

   

১৭ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল বর্তমানে লিগ টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে। পরিস্থিতি কঠিন হলেও ক্লেটন হতাশ নন। তিনি বলেন, “আমরা অনেক পয়েন্ট হারিয়েছি এবং পিছিয়ে আছি। প্লে-অফে পৌঁছানো কঠিন কিন্তু আমরা পরের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। যদি আমরা প্রতিটি ম্যাচ ঠিকভাবে খেলার চেষ্টা করি তাহলে প্লে-অফে যোগ্যতা অর্জন করা সম্ভব। তাই বাকি ম্যাচগুলো থেকে যতটা সম্ভব পয়েন্ট নিতে হবে।”

মুম্বই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ফুটবলাররা। তারপর ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে হবে। ক্লেটন কেরলের বিরুদ্ধে তাদের প্রদর্শন দেখে আশাবাদী। তিনি বলেন, “মুম্বইয়ের বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ রয়েছে। তারপর চেন্নাইয়িনের সঙ্গে খেলব। দেখার বিষয় কী হয়। তবে আমরা এখনো স্বপ্ন দেখছি। গত দুই বছর সেরা ছয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। এবার কী হবে তা দেখা যাক।”

নতুন দলের সদস্য ভেনেজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস প্রথম দুই ম্যাচেই নজর কেড়েছেন। ক্লেটন তার খেলার প্রতি আশাবাদী। তিনি বলেন, “সেলিস ভালো খেলছে। এখানে আসার পর থেকেই দলের সাহায্য করছে। বিশেষ করে কেরালার বিরুদ্ধে সে খুব কার্যকর ছিল। আশা করি বাকি ম্যাচগুলিতেও সে এমন খেলবে।”

দলে একাধিক ফুটবলার চোটে আক্রান্ত এবং কার্ড সমস্যাও রয়েছে। তবে ক্লেটন মনে করেন এগুলো ফুটবলের অঙ্গ। তিনি বলেন, “প্রতিটি ম্যাচে এমন কিছু ঘটনা ঘটে। চোট বা কার্ডের সমস্যা নিয়ে চলতে হয়। আমাদের পরবর্তী ম্যাচের দিকে প্রস্তুতি নিতে হবে এবং সমস্যাগুলোর সমাধান খুঁজতে হবে।”

কেরল ম্যাচের ছন্দ ধরে রাখতে পারলে ইস্টবেঙ্গল ভাল কিছু করতে পারবে বলে মনে করেন ক্লেটন। তিনি অতীতের দিকে না তাকিয়ে আশায় বুক বেঁধে বাকি ম্যাচগুলোতে নিজের সেরাটা উজাড় করে দিতে চান।