Anwar Ali: দ্রুত জানা যাবে ‘ডার্বি’র ফলাফল?

Anwar Ali

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দ্বৈরথ, সেই অর্থে ডার্বি। কিন্তু এই ডার্বি এগারো বনাম এগারোজন ফুটবলারের বড় ম্যাচ নয়। এই ডার্বি মাঠের বাইরের দ্বৈরথ। আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী রায় দেয় সে দিকে তাকিয়ে রয়েছে আপামর ভারতীয় ফুটবল মহল।

Advertisements

Transfer News: মোহন-ইস্ট নয়, দল বদলের বাজারে সবাইকে টেক্কা দিচ্ছে মুম্বই!

   

আনোয়ার আলিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জল্পনার ঝড় বয়ে গিয়েছিল। দিন দুই-তিন নিউজ ফিড স্ক্রল করলেই চোখে পড়ছিল আনোয়ার আলি সম্পর্কিত পোস্ট। আনোয়ার আলি ঠিক কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে এখনও নেই কোনও সদুত্তর। কেউ বলছেন আনোয়ার খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে, কেউ বলছেন ভারতের এই তারকা ডিফেন্ডার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোর দিয়ে দাবি করেছিলেন, আনোয়ার আলি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন। এদিকে মোহনবাগানের পক্ষ থেকে বলা হচ্ছে আনোয়ার তাদেরই ফুটবলার। মাঠের বাইরের এই ইস্টবেঙ্গল-মোহনবাগান আলোচনা থেকেই ‘ডার্বি’। সেই সঙ্গে জল্পনায় রয়েছে দিল্লি এফসির নাম।

Advertisements

East Bengal FC: সায়ন কোথায়? জানালেন বিনো

আনোয়ার আলি কোন দলে খেলতে পারেন সে ব্যাপারে দ্রুত কোনও সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু সিদ্ধান্তই নয়, সিদ্ধান্তের প্রেক্ষিতে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী যুক্তি দেয় সেটাও হবে দেখার বিষয়। দিল্লি এফসি থেকে একাধিক বর্ষের লোনে মোহনবাগান সুপার জায়ান্টে লোনে খেলেছিলেন আনোয়ার। ফিফার নিয়মে এখন দীর্ঘমেয়াদী লোন ডিলের নিয়ম নেই। কিন্তু ভারতীয় ফুটবলেও কি ফিফার এই নিয়ম কার্যকর হবে? রয়েছে এই প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের সঙ্গে অনেকাংশে নির্ভর করছে আনোয়ার আলির ফুটবল কেরিয়ার।