Phil Salt: IPL ক্লাব রিলিজ করার পরেই সেঞ্চুরি করলেন ওপেনার

Phil Salt

গ্রেনাডায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচে ইংলিশ ওপেনার ফিল সল্ট (Phil Salt) দুর্দান্ত পারফর্ম করে সেঞ্চুরি করেন। আইপিএল ২০২৪ নিলামের আগে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে ইতিমধ্যেই সল্টকে রিলিজ করে দেওয়া হয়েছে।

Advertisements

এই ম্যাচে সল্ট যেভাবে পারফর্ম করেছে, তাতে মনে হচ্ছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি অবশ্যই তাদের রিলিজ করার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে পারে। এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানের (৮২) দুর্দান্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পুরান ৪৫ বলে ৬টি চার ও ৬টি ছক্কা মেরেছিলেন।

এরপর ফিল সল্টের (অপরাজিত ১০৯) ইনিংসের সুবাদে এক বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা জিতেছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিলামের আগেই ফিল সল্টকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ওপেনিং করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মেরুদণ্ড ভেঙে দেন ফিল সল্ট।

Advertisements

১০৯ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন সল্ট। ৫৬ বলে ১০৯ রানের এই ইনিংসে ৪টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া অধিনায়ক জস বাটলারের (৫১) সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। সল্ট গত মরশুমে আইপিএলে ৯ টি ম্যাচ খেলেছিলেন এবং ২ টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২১৮ রান করেছিলেন।