বিগত কয়েক মরশুম থেকে একেবারেই ছন্দে নেই লাল-হলুদ ব্রিগেড (East Bengal)। ব্রিটিশ কোচ রবি ফাউলার থেকে শুরু করে স্প্যানিশ কোচ মানালো দিয়াজ হোক কিংবা ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। একের পর এক হেভিওয়েট কোচদের হাতে দলের দায়িত্ব দিয়ে কার্যত মুখ পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের।
সেই সাথে রয়েছে টানা আটবার ডার্বি পরাজয়ের হতাশা। যা নিয়ে রীতিমতো অস্তিত্বকর পরিস্থিতি সমর্থকদের মধ্যে। সময়ের সাথে সাথে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে তারা। যেকোন ভাবেই দল কে পুরোনো ছন্দে ফিরতে দেখতে চান সকলে। তাছাড়া চলতি আইএসএল মরশুমে ও খুব একটা ভালো ফলাফল করেনি ইস্টবেঙ্গল। লিগ টেবিলের নয় নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে তারা।
সেই কারনে আগামী মরশুমে দল কে শক্তিশালী করে তুলতে এখন থেকেই নতুন করে খেলোয়াড় বাছাইয়ের কাজে নামতে চায় ক্লাব। এই মর্মেই দিন কয়েক আগে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি সমিতির সদস্যদের মনোনীত বেশকিছু দেশী ও বিদেশী ফুটবলারদের একটি তালিকা তৈরি করে ইমামি ইস্টবেঙ্গলের ডিরেক্টরদের কাছে একটি চিঠি পাঠায় ক্লাব।
সেখানে বলা হয়, চলতি মরশুমে দলের এই ফলাফলে প্রচন্ড হতাশ ক্লাব সমিতির সদস্য সহ সমর্থকরা। তাই তাদের সকলের মনোনীত বেশ কিছু ফুটবলারদের একটি তালিকা তৈরি করা হয়েছে তাদের তরফে। আগামী মরশুমে দল গঠনের ক্ষেত্রে যাতে সেই সমস্ত খেলোয়াড়দের দিকে নজর রাখা হয়, সেটি ও উল্লেখ করা হয়। এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই বিশেষ বিবৃতি জারি করা হয় ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে।
লাল-হলুদের এই লগ্মিকারী সংস্থার তরফে বলা হয়, দলের ভালো পারফরম্যান্সের দিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই এবার দল গঠনের কাজে হাত দেবে ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো উভয়পক্ষের কথা রেখেই দলের অন্যতম বিদেশী তারকা ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়িয়েছে দল। তবে অন্যান্য বিদেশী কিংবা দেশী যে সমস্ত খেলোয়াড়দের তালিকা পাঠানো হয়েছে তা দেখে চমকে গিয়েছেন ইমামি কর্তারা।
তাদের দাবি, এই তালিকায় আদ্রিয়ান লুনা সহ একাধিক হাইপ্রোফাইল খেলোয়াড়দের নাম রয়েছে এই তালিকায়। যাদের অধিকাংশের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে ক্লাব গুলির। সুতরাং অতিরিক্ত ট্রান্সফার ফি দিয়ে তাদের আনা কার্যত অসম্ভব। পাশাপাশি ঋত্বিক ও রহিম আলির মতো দেশীয় তারকাদের সঙ্গে ও জামশেদপুর ও এটিকে মোহনবাগানের মতো দল গুলির চুক্তি রয়েছে। তাছাড়া গঞ্জালেসের সঙ্গে লাল-হলুদের দুবছরের চুক্তি থাকলেও ক্লাবের তরফ থেকে তাঁকে ছেটে ফেলার নির্দেশ এসেছে। সেক্ষেত্রে যে বিরাট অঙ্কের ক্ষতি দেখা দেবে সেই প্রসঙ্গ ও উঠে এসেছে। যা নিয়ে রীতিমতো ডামাডোল পরিস্থিতি ক্লাবের অন্দরে।
এই সমস্ত দিক বিচার বিবেচনা করার পাশাপাশি আগামী দিনে দলের ভবিষ্যৎ নিয়ে ও ২৩ মার্চ বিশেষ বৈঠকে বসতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেই দিনেই আবার নৈহাটি তে ডার্বি খেলতে নামবে রিজার্ভ দল। তাই চলতি মাসের ২৩ তারিখ লাল-হলুদের ক্ষেত্রে যে বিরাট গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তা বলাই চলে।