Pele : ক‍্যান্সার’কে হারাবেন পেলে, আশাবাদী তাঁর পুত্র

Pele will beat the cancer,said his son

ক‍্যান্সারে আক্রান্ত “ফুটবল সম্রাট” পেলে (Pele )। মাঠের লড়াইয়ের মতো জীবনের লড়াইয়ে’ও বাবার জয়ের বিষয়ে আশাবাদী ফুটবল সম্রাটের পুত্র এডিনহো।

সদ‍্য ব্রাজিলের ফুটবল ক্লাব লনড্রিনার’এর দায়িত্ব নিয়েছেন পেলের পুত্র।রোববার তাঁর ক্লাব জয়লাভ করেছিলো ১-০ ব‌্যাবধানে।দলের জয়ের দিন সাক্ষাৎকারে এডিনহো বলেন, ” আমার বাবা একজন যোদ্ধা।নিজের সর্বস্ব দিয়ে লড়াই চালাচ্ছেন ক‍্যান্সারের বিরুদ্ধে।”

   

গতবছর সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচার হয় পেলের।বাদ দেওয়া হয়েছিল তার অন্ত্রের টিউমার।এরপর থেকে নিয়মিত ভাবে কেমোথেরাপি চলছে তার। সম্প্রতি মুত্রাশয়ে সংক্রমণের জেরে ফের আরও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।

ব্রাজিলের কিংবদন্তী এই ফুটবলার আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।দেশের হয়ে জিতেছেন একাধিক বিশ্বকাপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন